সাবিনাদের কোটি টাকার চেক দিলেন ক্রীড়া উপদেষ্টা
‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি।’ বৃহস্পতিবার বাফুফে ভবনে এমনটাই বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার ২-১ গোলে নেপালকে ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এমন সাফল্যের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবিনা খাতুনদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছেন।
ক্রীড়া উপদেষ্টা বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় আসেন বাফুফে ভবনে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়ে সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তারপরই উইনিং বোনাস হিসেবে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশাল অঙ্কের টাকা পুরস্কার দেন আসিফ।
এদিকে অভিনন্দনের বার্তায় ভাসছেন মেয়েরা। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তসহ অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগের মাধ্যমে উচ্ছ্বাস জানিয়ে অভিনন্দন বার্তা লিখেছেন সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাদের জন্য। আর বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই নারী চ্যাম্পিয়নদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। চট্টগ্রামে চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে উপস্থিত থেকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পুরস্কারের কথা জানান। তখন অর্থের পরিমাণ জানাননি তিনি।
নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার কিছুক্ষণ পরই বাংলাদেশ দলকে অভিনন্দন জানায় বিসিবি। অফিসিয়াল ফেসবুক পেজে সেই অভিনন্দন বার্তা দেওয়ার পরই তা শেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এ ছাড়া জাতীয় ক্রিকেট দলের অনেকেই ফেসবুক পোস্টে ট্রফি নিয়ে উৎসবের ছবি পোস্ট করে অভিনন্দন বার্তা লিখেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস।
ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ... অভিনন্দন বাংলার মেয়েদের।’ বাঁহাতি ওপেনার তামিম ইকবাল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘অসাধারণ মুহূর্ত বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য। অনেক বড় অভিনন্দন মেয়েরা।’ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘অভিনন্দন আমাদের মেয়েদের।
২-১ গোলের রোমাঞ্চকর সমাপ্তিতে বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে টানা দ্বিতীয় বারের মতো।’ ডানহাতি পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘নেপালের বিপক্ষে ২-১ গোলের জয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে অনেক বড় অভিনন্দন। আমরা বিস্ময়কর রকমের গর্বিত এবং অনুপ্রাণিত তোমাদের এই অর্জনে। উজ্জ্বলতা ছড়াতে থাকো।’