আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ‘মিনি-নিলাম’ হলেও, কার্যত ব্যক্তিগত মূল্যের আগের সব রেকর্ড ছাড়িয়ে যায় সেটি। ফলে এবারের মেগা নিলাম যে আরও বড় ধামাকা নিয়ে আসছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। ২০২৪ আইপিএলে রেকর্ড সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর এবার নিলামের আগেই রিটেনশনে থাকা হেইনরিখ ক্লাসেন ২৩ কোটি রুপি পাচ্ছেন।
আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাণ্ডব চালানোর পুরস্কারই পেলেন এই দক্ষিণ আফ্রিকান হিটার। তিনিসহ আগের আসরের ৫ ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সসহ বাকিরা হচ্ছেন— অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি ও ট্র্যাভিস হেড। দলটির রিটেনশনে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপি দেওয়া হচ্ছে কামিন্সকে, যদিও গত আসরে তার দাম ছিল ২০.৫০ কোটি। এ ছাড়া অভিষেক ও হেড ১৪ কোটি এবং নীতিশের মূল্য ৪ কোটি রুপি।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস রিটেনশনে সর্বোচ্চ ৬ জনকে ধরে রেখেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা সর্বোচ্চ ১৩ কোটি রুপিতে ধরে রেখেছে রিঙ্কু সিংকে। এ ছাড়া আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী প্রত্যেকের পারিশ্রমিক হিসেবে ১২ কোটি এবং দুই আনক্যাপড ক্রিকেটার হিসেবে হার্ষিত রানা এবং রমনদীপ সিংয়ের দাম ৪ কোটি রুপি।
রাজস্থানের রিটেনশনে অধিনায়ক সঞ্জু স্যামসনসহ বাকি ৫ জন হচ্ছেন– যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা ও রিয়ান পরাগ। এর মধ্যে সর্বোচ্চ ১৮ কোটি রুপি করে ধরা হয়েছে স্যামসন ও জয়সওয়ালের। এ ছাড়া পরাগ ও জুরেলের পারিশ্রমিক ১৪ কোটি রুপি করে এবং হেটমায়ার ১১ কোটি, আনক্যাপড সন্দ্বীপ শর্মার দাম ৪ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সাবেক দলপতি রোহিত শর্মাসহ চারজনকে ধরে রেখেছে। ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ ১৮ কোটি রুপি ধরেছে তারকা পেসার জাসপ্রীত বুমরাহ’র। হার্দিক ও সূর্যকুমার যাদবের দাম সমান ১৬.৩৫ কোটি, রোহিতের ১৬.৩০ কোটি এবং তিলক ভার্মার জন্য ৮ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
চেন্নাই সুপার কিংস এবার আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সে হিসেবে তার দামও কম (৪ কোটি রুপি)। এ ছাড়া গত আসরে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজার জন্য সমান ১৮ কোটি, মাথিশা পাথিরানা ১৩ কোটি এবং শিবাম দুবের দাম ধরা হয়েছে ১২ কোটি রুপি।
গুজরাট টাইটান্স দলে ধরে রেখেছে পাঁচজনকে। অধিনায়ক শুভমান গিল (১৬.৫০ কোটি) ছাড়া দলে আছেন– রশিদ খান (১৮ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি) ও শাহরুখ খান (৪ কোটি)। গত আসরের অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা রিটেনশন করেছে নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি) ও মহসিন খানকে (৪ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসন্ন আসরে অধিনায়কত্বে ফেরাচ্ছে বিরাট কোহলিকে। তার দাম ধরা হয়েছে ২১ কোটি রুপি, এ ছাড়া বেঙ্গালুরুর বাকি দুই রিটেনশন রজত পাতিদার (১১ কোটি) ও যশ দয়াল (৫ কোটি)। দিল্লি ক্যাপিটালসও আসন্ন আসরের আগে অধিনায়ক রিষাভ পান্তকে ছেড়ে দিয়েছে। তাদের রিটেনশনে আছেন চারজন– অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ত্রিস্তান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোড়েল (৪ কোটি)। সর্বনিম্ন দুজন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। তারা হলেন– শশাঙ্ক সিং (৫.৫ কোটি) ও প্রভসিমরান সিং (৪ কোটি)।
ইসরাত