ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রাবাদা ঝড়ের পর মুমিনুল-তাইজুলের প্রতিরোধ

প্রকাশিত: ১২:৫৮, ৩১ অক্টোবর ২০২৪; আপডেট: ১৩:০২, ৩১ অক্টোবর ২০২৪

রাবাদা ঝড়ের পর মুমিনুল-তাইজুলের প্রতিরোধ

চট্টগ্রামে ব্যাট হাতে লড়ছেন মুমিনুল-তাইজুল

চট্টগ্রাম টেস্টে কাগিসো রাবাদার পেস তোপে ৪ উইকেটে ৩৮ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনেও রাবাদা ঝড়ে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ৪৮ রানেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। তবে মুমিনুল হক ও তাইজুল ইসলাম প্রতিরোধ গড়েছেন নবম উইকেটে। তাই ৮ উইকেটে ১৩৭ রান তুলে লাঞ্চ বিরতিতে যেতে পেরেছে বাংলাদেশ।

একদিকে রাবাদার গতির ঝড় এবং অন্যপ্রান্তে মুমিনুলের লড়াই। সেই যুদ্ধে সারথি পাননি মুমিনুল। তবে দ্রুত ৮ উইকেট পতনের পর তাইজুল তাকে দারুন সঙ্গ দিয়েছেন। মুমিনুল ৯৭ বলে ৮ চার, ১ ছয়ে ৭৪ আর তাইজুল ৬৭ বলে ১৮ রানে ব্যাট করছেন। 

নবম উইকেটে মুমিনুল-তাইজুল এখন পর্যন্ত যোগ করেছেন ৮৯ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা নবম উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি। এর আগে তাদের বিপক্ষে ৬০ রানের নবম উইকেট জুটি গড়েন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। সেটি ২০০৮ সালে ব্লুমফন্টেইনে।

ম্যাচের দ্বিতীয় দিন সফরকারী দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে। এরপর রাবাদার পেসে দিশেহারা হয়ে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ। 

তৃতীয় দিন সকালে সেখান থেকে শুরু করে রাবাদার পেসে দ্রুতই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত ৯, মেহেদি হাসান মিরাজ ১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ০। ক্যারিয়ারে ১৬তম ৫ উইকেট শিকারের গৌরব দেখান রাবাদা। 

এর মাঝে ডেন প্যাটারসন সাজঘরে পাঠিয়েছেন মুশফিকুর রহিমকে ০ রানে। তাই চরম বিপাকে পড়ে বাংলাদেশ ৪৮ রানে ৮ উইকেট খুইয়ে। এরপরেই প্রতিরোধ গড়েছেন মুমিনুল-তাইজুল।

মামুন/টুম্পা

×