কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের ফাইনাল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলে দ্বিতীয় ও টানা শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। তিনি সেমিফাইনালে ও ফাইনালে ১টি গোল করেছেন। এ্যাসিস্টও ছিল। সবচেয়ে বড় কথা, প্রতিটি ম্যাচেই গোলের বিগ চান্স ক্রিয়েট করেছেন। প্রতিপক্ষের ডিফেন্সে ত্রাসের সঞ্চার করেছেন। দলের আক্রমণভাগের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি।
আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। সর্বশেষ ২০২২ আসরেও একই পুরস্কার জিতেছিলেন তিনি। তিনিই প্রথম ফুটবলার, যিনি এই আসরে টানা ু’বার এই পুরস্কার অর্জন করলেন।
এছাড়া আসরে সবচেয়ে বেশি গোল (৮টি) গোল্ডেন বুট জিতেছেন ভুটানের দেকি লাজোম। আর ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ভুটান।
রুমেল খান/ এসআর