ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

‘ব্যালন ডি’অর জিতব কখনোই ভাবিনি’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২২, ৩১ অক্টোবর ২০২৪

‘ব্যালন ডি’অর জিতব কখনোই ভাবিনি’

ব্যালন ডি’অর জয়ী রড্রি হার্নান্দেজ

অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে এবারের ব্যালন ডি’অর জিতলেন রদ্রি। ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানজনক এই ট্রফি উঁচিয়ে ধরলেন ২৮ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। ৩৪ বছরের মধ্যে প্রথম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যালন ডি’অর জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন রদ্রি। আলফ্রেডো স্টেফানো (১৯৫৭, ১৯৫৯) এবং লুইস সুয়ারেজের পর স্পেনের তৃতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে আনন্দে-উদ্বেলিত এই মিডফিল্ডার।  
অথচ শৈশবে ব্যালন ডি’অর জয়ের কথা কখনোই ভাবেননি রদ্রি। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, গত বছরে অবিশ্বাস্য ফুটবল খেলেছেন। তাই তার খেলার সঠিক মূল্যায়ন করে এই পুরস্কার দেওয়ার কারণে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রদ্রি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য পুরস্কার জয়ের রাতটা অবিশ্বাস্য। তবে আমার কাছে সবসময়ই একটা বিষয় মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে; তা হলো প্রতিটি ম্যাচেই নিজের খেলার মান উন্নয়ন করা।

তাই যারা আমার খেলার মান বিবেচনা করে এই স্বীকৃতি দিয়েছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করি। তবে আমি যখন ছোট্ট ছিলাম তখন ব্যালন ডি’অর জিতব তা কখনোই ভাবিনি কিন্তু বিগত বছরগুলোতে আমি অনেক উঁচু মানের ফুটবল খেলেছি।’
দীর্ঘ ৬৪ বছর পর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি। অথচ তার আগেও এই পুরস্কার জয়ের যোগ্য ছিলেন অনেক স্প্যানিয়ার্ড। যার মধ্যে ইনিয়েস্তা-জাভি-ক্যাসিয়াসদের নাম সামনের দিকেই থাকবে।

×