জিম্বাবুয়ে টেস্ট টিম
২৫ ডিসেম্বর খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবব বড়দিনের পরদিন, অর্থাৎ ২৬ ডিসেম্বর শুরু হওয়া টেস্টই ‘বক্সিং ডে’ টেস্ট। টেস্ট ক্রিকেটের মতোই দীর্ঘ যার ইতিহাস।
এক সময় বিশ্ব ক্রিকেটের কুলিন দুই দেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক অ্যাশেজ সিরিজেই কেবল ‘বক্সিং ডে’ টেস্ট অনুষ্ঠিত হতো। ধীরে ধীরে টেস্ট খেলুড়ে অন্য দলগুলোও তাতে সামিল হয়।
আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সেই ধারায় প্রথম যুক্ত হয় ১৯৯৬ সালে। সেবার রাজধানী হারারেতে ইংল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ের সেই ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এরপর ২০০০ এবং ২০১৭ সালে ‘বক্সিং ডে’ টেস্টের সাথে যুক্ত ছিল জিম্বাবুয়ে, তবে ঘরের মাঠে নয়, বিদেশে।
এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান।
২৬ ডিসেম্বর বুলাওয়েতে মাঠে গড়াবে প্রথম টেস্ট তথা ‘বক্সিং ডে’ টেস্ট। আফগানরা আগে কখনোই বক্সিং ডে টেস্ট খেলেননি। বছরের দ্বিতীয় দিনে (২ জানুয়ারি ২০২৫) নতুন বছরের টেস্টও আয়োজন করবে জিম্বাবুয়ে, যা তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম।
অবশ্য মাঠের লড়াই শুরু হবে তার আগেই, রঙিন পোশাকে ম্যাচ দিয়ে। ৯ ডিসেম্বর শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১১ ও ১২ ডিসেম্বর।
১৫ ডিসেম্বর প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৭ এবং ১৯ ডিসেম্বর। সাদা বলের দুই সিরিজ মাঠে গড়াবে হারারেতে। লাল বলের টেস্ট সিরিজ বুলাওয়েতে।
জিম্বাবুয়ে-আফগানিস্তান এর আগে দুটি মাত্র টেস্ট খেলেছে। যেখানে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ।
মিরাজ/ রাজু