ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

১ বলে ১০ রান!

প্রকাশিত: ২০:৪৩, ৩০ অক্টোবর ২০২৪

১ বলে ১০ রান!

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে একটি ঘটনায় বাংলাদেশ ব্যাট না করেই ৫ রান পেয়ে যায়। ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে, যখন তাদের সপ্তম উইকেট জুটিতে মিডল অর্ডারে উইয়ান মুল্ডার দলকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। যখন হাসান মাহমুদ তার ২৩তম ওভারে বল করতে আসেন, মুথুসামি নন স্ট্রাইকে। ইয়র্কার লেন্থের একটি ডেলিভারিতে বলকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দেন, নিয়ে নেন দুই রান। 

তবে এই রান নেওয়ার সময়, মুথুসামি সরাসরি পিচের মধ্য দিয়ে দৌড়ে যান, যা আইসিসির নিয়মের লঙ্ঘন। ফলে আম্পায়াররা দক্ষিণ আফ্রিকার স্কোর থেকে ওই দুই রান কেটে দেন এবং পাশাপাশি বাংলাদেশকে পাঁচ রান পেনাল্টি হিসেবে দেন। এর ফলে, দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হলে বাংলাদেশ তাদের ইনিংস শুরু করার আগেই ৫ রান পেয়ে যায়। 

এরপর দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার  করা বাংলাদেশ ইনিংসের প্রথম বল সাদমান ইসলাম ছেড়ে দেন। তবে দ্বিতীয় ডেলিভারিতে, রাবাদার বল অফ স্টাম্পের এতো বাইরে চলে যায় যে উইকেট কিপার কাইল ভেরেইনা  ডাইভ দিয়েও ধরতে পারেননি। বল চলে যায় সীমানার বাইরে। মজার বিষয় হলো, বলটি করার সময় ওভারস্টেপও করেন রাবাদা, ফলে বলটি হয় নো। নো আর বাই চার মিলিয়ে ৫ রান। এর অর্থ ১ বলেই বাংলাদেশের ১০ রান স্কোরবোর্ডে!

শিহাব উদ্দিন

×