ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

নেতৃত্ব নিয়ে শান্তর সঙ্গে কথা বলবেন ফারুক

প্রকাশিত: ১৬:৩৯, ৩০ অক্টোবর ২০২৪

নেতৃত্ব নিয়ে শান্তর সঙ্গে কথা বলবেন ফারুক

শান্তর সঙ্গে চট্টগ্রামে গিয়ে কথা বলবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নেতৃত্ব ছাড়তে চান। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ দাবি করলেন তার সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আজ রাতে চট্টগ্রাম যাবেন ফারুক এবং পরদিন চলমান টেস্টের তৃতীয় দিনশেষে সব ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আলোচনার পর বিষয়টি নিয়ে আরো জানানো হবে গণমাধ্যমকে।

চলতি বছর ফেব্রুয়ারিতে ৩ ফরম্যাটের অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে।  কিন্তু এরপর নেতেৃত্বে প্রশংসা কুড়াতে পারলেও ব্যক্তিগত পারফর্ম্যান্স ছিল বাজে। তাই বেশ সমালোচিত হয়েছেন শান্ত। অবশেষে প্রথমে টি২০ ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে সব ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়ার কথা জানান শান্ত।

শান্ত জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের পর আর নেতৃত্বে থাকতে চান না। ফারুক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় দুবাই থাকার কারণে বিষয়টি নিয়ে বিষদ আলোচনাও হয়নি এবং নিশ্চিতভাবে কিছু জানাও যায়নি। 

বুধবার দুপুরে বিসিবির সভার জন্য এসে আম্পায়ার্স কোর্সে পাস করা আম্পায়ারদের সনদ প্রদাণ অনুষ্ঠান শেষে ফারুক জানান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানেন না তিনি। সেজন্য আজ রাতেই চট্টগ্রাম যাচ্ছেন তিনি। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট দেখবেন এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই কোনো সিদ্ধান্তে আসতে পারবেন।

ফারুক মনে করেন যেকোনো খেলোয়াড় কোনো বিষয়ে কথা বলার আগে প্রটোকল অনুসারেই করা উচিত। আগেই গণমাধ্যমকে কিছু না বলাই ভালো। ফারুক বলেছেন,‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক খবর তাদের প্রভাবিত করতে পারে। খেলোয়াড়দের আসলে আরও সচেতন হওয়া দরকার। তারা আসলে যেটাই অনুভব করুক সেটা নিয়ে…এটা চেইন অব কমান্ড নয়, বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশন্স, সিইও, প্রেসিডেন্ট, বেশ কিছু পদক্ষেপ আছে যা করা যেতে পারে। আমি আশা করি খেলোয়াড়রা এ ব্যাপারে সচেতন হবে।’’

শান্ত নেতৃত্বে থাকবেন নাকি ছেড়ে দেবেন সে বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই মনে করেন ফারুক। তিনি বলেছেন,‘‘যদি কোন খেলোয়াড় মনে করেন সে চালিয়ে যেতে পারছেন না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। যদি এমন কোন অনুরোধ আসে আমরা তাহলে আলোচনা করব। সবচেয়ে সহজ উপায় হচ্ছে কেউ যদি বলে আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম।’’ 

অবশ্য শান্ত যেমন ইচ্ছাই করে থাকুন না কেন সে বিষয়টি নিয়ে খুঁটিনাটি জানতে চান ফারুক। এ বিষয়ে তিনি বলেছেন,‘‘আপনি যদি আরো অভ্যন্তরে যান কেন করতে চাচ্ছে না, এর পেছনে আর কোন কারণ আছে কি না, সেগুলো নিয়ে আলাপ করা জরুরী। আলাপ করব।’’

দায়িত্ব নেওয়ার পর বিসিবি সভাপতি ফারুক সেভাবে ক্রিকেটারদের সঙ্গে বসতে পারেননি নানাবিধ ঝামেলায়। এ বিষয়ে তিনি বলেছেন,‘‘দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের দল করা, আরও অনেক বিষয়, যেগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হয়েছে। প্লেয়ারদের সঙ্গে একদিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেটাও ৮-১০ জন এসেছিল, বিপিএল নিয়ে কথা বলেছি। চট্টগ্রামে যাব আজ রাতে, দল, কোচ, সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু ফলাফল আসবে।’’

শান্তর বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সময় লাগবে এটাও জানিয়েছেন ফারুক। তবে খুব বেশি সময় নেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে। এ বিষয়ে ফারুক বলেছেন,‘‘আমি তো না বসলে বুঝতে পারব না। পত্রিকা পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি তার সঙ্গে বসি, তার যদি কোন সমস্যা থাকে, সে যদি কন্টিনিউ করতে না চায়…এগুলো না বসলে বলতে পারব না। এই মুহূর্তে ওইভাবে তার সঙ্গে কোন কথা হয়নি।’’

মামুন/ রিয়াদ

×