ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ফুটবল নক্ষত্রের জন্মদিন আজ

প্রকাশিত: ১১:২৩, ৩০ অক্টোবর ২০২৪

ফুটবল নক্ষত্রের জন্মদিন আজ

ছবি-সংগৃহীত

ফুটবল দুনিয়ার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে তিনি আবেগের নাম। ফুটবল দুনিয়ার এই নক্ষত্রের আজ জন্মদিন। ডিয়েগো ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালের আজকের এই দিনে। বুয়েনস এইরেসের এক সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

 

 

 

 

 

ছোটবেলা থেকে ফুটবলে গভীর আগ্রহ ছিল ম্যারাডোনার। সেই আগ্রহের সঙ্গে যোগ হয় বিস্ময়কর প্রতিভা। দুই মিলিয়ে খেলোয়াড় হিসেবে তিনি দ্রুত পৌঁছে যান ফুটবলজগতের একেবারে শীর্ষে। ফিফার চোখে ম্যারাডোনা শতাব্দীর সেরা ফুটবলার। ১৯৮৬ সালের বিশ্বকাপ ছিল তাঁর জীবনের এক সোনালি অধ্যায়। সেবারের বিশ্বকাপে তিনি ফুটবল বিশ্বের সামনে নিজেকে অপ্রতিরোধ্য এক শক্তি হিসেবে প্রমাণ করেন।

 

 

 

 

২০২০ সালের নভেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা পৃথিবী থেকে বিদায় নেন। তিনি চলে গেলেও ফুটবলজগতে তাঁর অবদান ভুলবে না বিশ্ববাসী।

এম এম

×