ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

অধিনায়ক হতে ‘পুরোপুরি প্রস্তুত’ তাইজুল !

প্রকাশিত: ১৩:৪৫, ২৮ অক্টোবর ২০২৪; আপডেট: ১৩:৪৮, ২৮ অক্টোবর ২০২৪

অধিনায়ক হতে ‘পুরোপুরি প্রস্তুত’ তাইজুল !

চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম

ঢাকা টেস্টে দক্ষিন আফ্রিকার কাছে বড় হারে কোনঠাসা বাংলাদেশ। চট্টগ্রামে আগামিকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ ড্র করতে হলে যেখানে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে  মধ্যপথে হঠাতই আলোচানায় অধিনায়ক প্রসঙ্গ। কারণ চাপ সামলাতে নেতৃত্বে চালিয়ে যেতে রাজি নন নাজমুল হোসেন শান্ত!

চট্টগ্রামে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক বা প্রধান কোচ আসেন সংবাদ সম্মেলনে। তবে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে  আজ (সোমবার) সংবাদ সম্মেলনে এলেন তাইজুল ইসলাম। শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জনের মধ্যে তাইজুলকে সংবাদ সম্মেলনে দেখে অবচেতন মনে অনেকের মাঝে প্রশ্নেরও উদয় হলো- পরবর্তী অধিনায়কের ভাবনায় কি তবে তাইজুল?

এই ভাবনা বোর্ড, নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের কতটা আছে বা আদৌ আছে কিনা তা প্রশ্নাতীত। তবে দীর্ঘ ১০ বছর খেলার অভিজ্ঞতা থেকে তাইজুল সাফ জানিয়ে দিলেন, অধিনায়ক হওয়ার জন্য পুরোপুরি তৈরি তিনি। তাইজুল বলেন, 'যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।'

অবশ্য শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়ে শুরুতে কোনো মন্তব্য করতে চাননি এই বাঁহাতি স্পিনার। প্রশ্ন করা হলে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেছেন, 'এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না।' 'ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।'

তবে সিরিজের মাঝপথে অধিনায়কত্ব নিয়ে এসব ডামাডোলের খবর প্রকাশ পেলে তা দলে কতটা প্রভাব ফেলে, এমন প্রশ্নের জবাব খোলামেলাভাবেই দিয়েছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

'এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই ইম্পরট্যান্ট। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে এটা আসলে আমাদের পার্ট না।'

এখনও নেতৃত্বের পর্যায়ে না গেলেও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের কাজের বাইরেও যথাসম্ভব ভূমিকা থাকে তাইজুলের। তিনি বলেন, 'আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।'

মিরাজ/টুম্পা

×