ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

‘ছোট্ট’ ইয়ামালের ১০টি বড় কীর্তি

প্রকাশিত: ১৩:৩০, ২৭ অক্টোবর ২০২৪

‘ছোট্ট’ ইয়ামালের ১০টি বড় কীর্তি

এল ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলের রেকর্ড এখন ইয়ামালের

লামিন ইয়ামাল। স্পেনের বিষ্ময়বালক। খেলেন স্বদেশী ক্লাব বার্সেলোনার জার্সিতে। জাতীয় দল স্পেন এবং বার্সেলোনার জার্সিতে গত বছর অভিষেক ঘটে তার। এরপর থেকেই অসাধারণ সব পারফর্ম করে ফুটবল দুনিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন ১৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
সর্বশেষ শনিবার স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকোতে অভিষেক ঘটে লামিন ইয়ামালের। বার্সার জার্সিতে ধ্রুপদী এই লড়াইয়েও নিজেকে আলাদাভাবে ছিনিয়েছেন স্প্যানিশ তরুণ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে এদিন ৪-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। যেখানে কাতালানদের তৃতীয় গোলটি করেন লামিন ইয়ামাল। তাতেই নিজেকে নিয়ে যান ইতিহাসের সোনালী পাতায়।গত জুলাইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়ক ইয়ামাল
এল ক্ল্যাসিকোর ইতিহাসে লামিন ইয়ামালই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। শনিবার ১৭ বছর ৫ দিন বয়সে রিয়ালের বিপক্ষে গোল করেন তিনি। আর তাতেই ভেঙ্গে যায় ৭৭ বছরের পুরোনো এক রেকর্ড। তার আগে এই রেকর্ডেও মালিক ছিলেন আলফোন্সো নাভারো। ১৯৪৭ সালে ১৭ বছর ৩৬৫ দিন বয়সী এই খেলোয়াড় বার্সার হয়ে রিয়ালের বিপক্ষে দুটি গোল করেছিলেন!   
এর আগে আরও ৯টি রেকর্ড গড়েন ইয়ামাল। যা ফুটবল ইতিহাসে সত্যিই অনন্য। সেগুলো হলো, সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্পেনের জার্সিতে গোলের রেকর্ড।  সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লা লিগায় গোল। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলে অ্যাসিস্ট। কম বয়সী খেলোয়াড় হিসেবে কোপা ডেল রেতে গোল করার নজীরও এই তরুণ ইয়ামালের। মেজর টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডটাও অবশ্য নিজের ঝুলিতে নিয়ে রেখেছেন বার্সেলোনার তরুণ প্রতিভাবান এই স্প্যানিয়ার্ড। 
ইয়ামালের বাকী চারটি অবিস্বরণীয় রেকর্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরো কেন্দ্রিক। সেগুলো হলো, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ইউরোপ সেরার টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করাতে ভূমিকা রাখার রেকর্ড। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো জয়ের কীর্তি এমনকি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোর ইতিহাসে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার নজীরও গড়েন ইয়ামাল। 

মোস্তফা/ টুম্পা

×