ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

দুই ইনিংস মিলিয়ে একাই ভারতের ১৩ উইকেট নিয়েছেন স্যান্টনার

ভারতে ঐতিহাসিক সিরিজ জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪২, ২৬ অক্টোবর ২০২৪

ভারতে ঐতিহাসিক সিরিজ জয় নিউজিল্যান্ডের

সতীর্থদের সঙ্গে ভারতের বিরুদ্ধে উইকেট শিকারের আনন্দ স্যান্টনারের

ঘরের মাঠে গত এক যুগে কোনো টেস্ট সিরিজ হারেনি রোহিত শর্মার দল। নিজ আঙিনায় অপ্রতিরোধ্য ভারত ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হারে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল। কী ঘটেছে, টম লাথাম-মিচেল স্যান্টনাররা মোড়ল দেশটিকে সেটিও বুঝে ওঠার সময়ও দিলেন না! দীর্ঘ ৬৯ বছরের অবসান ঘটিয়ে এবার তিন দিনেই পুনেতে ১১৩ রানের দাপুটে জয়ে ইতিহাস গড়ল কিউইরা।

৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শনিবার তৃতীয় দিনে ২৪৫ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল মাত্র ১৫৬। নিউজিল্যান্ড ২৫৯ ও ২৫৫। অবিস্মরণীয় এ জয়ের ম্যাচে ১৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ভড়কে যাওয়া এ বিপর্যয়ের পর ব্যাটিং ব্যর্থতাকে বড় করে দেখছেন অধিনায়ক রোহিত। 
ভারতের মাটিতে ত্রয়োদশ টেস্ট সিরিজে এসে জয়ের স্বাদ পেল কিউইরা। এর আগে এখানে দুটি সিরিজ ড্র করেছিল তাসমান সাগর পাড়ের দলটি। ঘরের মাঠে ভারত এর আগে শেষ সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে, ২০১২ সালে চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে। এরপর জিতেছিল টানা ১৮টি টেস্ট সিরিজ। স্যান্টনার পুনের টার্নিং উইকেটে তার বাঁহাতি স্পিনের ধ্রুপদি প্রদর্শনীতে দুই ইনিংসেই ব্যাটিং ধসে পড়ে রোহিতের দল। প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেওয়া স্যান্টনার দ্বিতীয়ভাগে নেন আরও ৬টি।

ম্যাচে ১৫৭ রান খরচায় নেন মোট ১৩ উইকেট। টেস্টে নিউজিল্যান্ড বোলারদের মধ্যে যা তৃতীয় সেরা। ১৫ উইকেট নিয়ে সবার ওপরে কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি। ১৪ উইকেট আছে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের। ড্যানিয়েল ভেট্টোরির পর টেস্টের দুই ইনিংসেই অন্তত পাঁচটি করে উইকেট নেওয়া নিউজিল্যান্ডের দ্বিতীয় স্পিনার স্যান্টনার। রান তাড়ায় ভারতের শুরুটা খারাপ ছিল না। ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত (৮) যখন স্যান্টনারের প্রথম শিকারে পরিণত হলেন, ভারতের রান তখন ৩৪।

এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুভমান গিলকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল। গিলকে আউট করে জুটি ভাঙার পর স্যান্টনার যখন জয়সওয়ালকেও ফিরিয়ে ম্যাচে নিজের দশম উইকেট পেলেন, ভারতের স্কোর ৩ উইকেটে ১২৭। ৬৫ বলে ৭৭ রান করা সেনসেশনাল ভারতীয় ওপেনার মেরেছেন ৯টি চার ও ৩টি বিশাল ছক্কার মার।   
মাত্র ৪১ বলে ৫০ ছুঁয়ে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন জয়সওয়াল। সঙ্গে এক বছরে ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও। পরের ওভারে অসম্ভব একটি সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে স্কোরটাকে ১২৭/৪ বানিয়ে দেন ঋষভ পন্থ। ভারত চা-বিরতির আগেই হারিয়ে ফেলে আরও ৩ উইকেট। 
ফিরে যান বিরাট কোহলি, সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দর। ৭ উইকেটে ১৭৮ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া ভারত এরপর ব্যবধান কিছুটা কমিয়েছে রবীন্দ্র জাদেজার ৪২ রানের দৃঢ়তায়।

×