ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ওঠার লড়াইয়ে কাল বাংলাদেশের বাধা ভুটান    

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২২:৩০, ২৬ অক্টোবর ২০২৪; আপডেট: ২২:৫১, ২৬ অক্টোবর ২০২৪

ফাইনালে ওঠার লড়াইয়ে কাল বাংলাদেশের বাধা ভুটান    

ভুটানের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ম্যাচেই হারেনি বাংলার বাঘিনীরা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল রবিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর পৌনে ২টায় প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ (একই মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় সেমিতে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে)।

চলমান সাফে এবার ভুটান দারুণ ফুটবল খেলেছে। গ্রুপ পর্বে অপরাজিত ছিল তারা। শুধু গোলপার্থক্যে দ্বিতীয় হয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে। সবচেয়ে বড় কথা, গত আসরের ফাইনালিস্ট ও স্বাগতিক নেপালকে রুখে দিয়েছে গোলশূন্য ড্র করে। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-১ গোলে। এবং মালদ্বীপকে উড়িয়ে দেয় ১৩-০ গোলে। 

সে তুলনায় বাংলাদেশ তাদের গ্রুপ ম্যাচের প্রথমটিতে ভাল খেলেনি। হারতে হারতে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র করে পাকিস্তানের সঙ্গে। পরে ম্যাচে অবশ্য ভারতকে ৩-১ গোলে হারিয়ে চমকে দেয়। মজার ব্যাপার, গত সাফেও সেমিফাইনালে ভুটানকে পেয়েছিল বাংলাদেশ! সেবার অবশ্য তাদেরকে পাত্তাই দেয়নি বাংলার বাঘিনীরা (৮-০)।   

শনিবার কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টাস মাঠে বাংলাদেশের দলের অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাবিনা খাতুন। কারণ জ্বর। জ্বরে ভুগছিলেন ডিফেন্ডার আফঈদা খন্দকারও, তবে সেরে উঠে অনুশীলনে ফেরেন তিনি।
ভুটানকে সমীহ করলেও লাল-সবুজ বাহিনী জয়ের লক্ষ্যেই খেলবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ ও খেলোয়াড়রা। 

রুমেল/শহীদ

×