ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

নেতৃত্বে থাকতে চান না শান্ত

প্রকাশিত: ১৩:০২, ২৬ অক্টোবর ২০২৪

নেতৃত্বে থাকতে চান না শান্ত

বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর আর অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তা জানিয়েছেন তিনি। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষায় আছে বিষয়টি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের ৩ ফরম্যাটের জন্য অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। ১ বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয় তাকে। সেক্ষেত্রে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দায়িত্ব শেষ হওয়ার কথা। কিন্তু আগেই তা ছাড়তে চাইছেন শান্ত। ফারুক দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 

যদিও প্রথমে শুধু টি২০ ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। 

শান্ত ইতোমধ্যে ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ৩ জয় ও ৬ হার দেখেছেন। এছাড়া ৯ ওয়ানডেতেও ৬ হার, ৩ জয় পেয়েছে বাংলাদেশ তার অধীনে। সবচেয়ে বেশি ২৪ টি২০-তে নেতৃত্ব দিয়ে ১০ জয় এনে দিলেও বাংলাদেশ হেরেছে বাকিগুলোতে।

মামুন/ রিয়াদ

×