ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছেনা বাভুমার

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ অক্টোবর ২০২৪

দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছেনা বাভুমার

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টও খেলা হচ্ছেনা বাভুমার

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছেনা দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেমবা বাভুমার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে।

কনুইয়ের ইনজুরিতে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি বাভুমা। তার পরিবর্তে এইডেন মার্করামের নেতৃত্বে খেলেছে প্রোটিয়ারা। 

মিরপুর টেস্টে খুব সহজেই দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয়। বাংলাদেশকে হারিয়ে দেয় ৭ উইকেটে।

১০ বছর পর এশিয়ার মাটিতে কোনো টেস্ট জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা নিয়মিত অধিনায়ক বাভুমাকে ছাড়াই।

বাভুমা বাঁ হাতের কনুইয়ের ইনজুরিতে ভুগছেন। ইতোমধ্যে পূনর্বাসন প্রক্রিয়ায় যথেষ্ট উন্নতি করলেও খেলার মতো যথেষ্ট সুস্থ হননি তিনি। তাই সিরিজের দ্বিতীয় টেস্টেও তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে পরিবর্তে কাউকে নেয়নি। আগের মতোই আছে স্কোয়াড।

মামুন/ রিয়াদ

×