ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

ফিরেই ওয়াশিংটনের সুন্দর বোলিং

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫০, ২৪ অক্টোবর ২০২৪

ফিরেই ওয়াশিংটনের সুন্দর বোলিং

সঙ্গত কারণেই ভারতীয় ক্রিকেটারদের উদ্যাপনের মধ্যমণি ওয়াশিংটন সুন্দর

দীর্ঘ ৪৫ মাস পর পুনে টেস্টে ডাক পান ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদবের পরিবর্তে তাকে দলে ভেড়ানোর পর অবশ্য কম সমালোচনার মুখে পড়েনি ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটি। তবে সাড়ে তিন বছর পর টেস্ট দলে ডাক পেয়েই নিজেকে মেলে ধরলেন ওয়াশিংটন। 
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একাই ৭ উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। সেইসঙ্গে গড়লেন ক্যারিয়ারসেরা বোলিংয়েরও অনন্য নজির। এদিন কিউইদের বাকি তিনটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। মূলত, ওয়াশিংটন-অশ্বিনের বোলিং তোপেই এদিন মাত্র ২৫৯ রানে অলআউট হয়ে যায় টম লাথামের দল। তবে শেষ বিকেলে মাত্র ১৬ রানেই অধিনায়ক রোহিত শর্মার মতো মূল্যবান উইকেট হারিয়ে ফেলে ভারত। ফলে ২৪৩ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে জস্বসী জয়সোয়াল এবং শুবমান গিল। 
টস জিতে এদিন প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালোই করে সফরকারী দল। প্রথম তিন উইকেট হারিয়ে ১৯৭ রান তুলে ফেলে কিউইরা। এই তিন উইকেটের সবকটিই অবশ্য দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপরই সুন্দর বোলিংয়ে শুরু হয় ওয়াশিংটনের শো। ২০ ওভারে মাত্র ৬২ রান তুলতেই অলআউট হয়ে যায় কিউইরা।

×