ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের নতুন কীর্তি

প্রকাশিত: ২০:১০, ২২ অক্টোবর ২০২৪

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের নতুন কীর্তি

দেশে কিংবা দেশের বাইরে মুশফিকুর রহিমের ব্যাটের দিকেই তাকিয়ে থাকে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলা এই অভিজ্ঞ মিডলঅর্ডার টেস্টে দেশের পক্ষে সর্বাধিক রানেরও মালিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার কিছু মাইলফলক ছোঁয়ার মুখে ছিলেন ৩৭ বছর বয়সী এই তারকা। এর মধ্যে মঙ্গলবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২৬ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ইনিংস খেলার পথে একটি অনন্য কীর্তি গড়ে ফেলেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৬ হাজার রান পূর্ণ হয়েছে তার।

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সম্প্রতিই ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। দুই টেস্টের ৪ ইনিংসে করেছেন যথাক্রমে ৮, ১৩, ১১ ও ৩৭ রান। তবে এতেই তিনি ৬ হাজার টেস্ট রানের খুব কাছাকাছি চলে যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে নামার আগে এই ফরম্যাটে মুশফিকের রান ছিল ৩৮.৪৫ গড়ে ৫৯৬১। মাত্র ৩৯ রান করতে পারলেই তিনি টেস্টে ৬ হাজার রান করবেন, কিন্তু প্রথম ইনিংসে ১১ রানেই সাজঘরে ফেরেন।

মঙ্গলবার দ্বিতীয় দিন তিনি বেশ আক্রমণাত্মক মেজাজে ২৬ বলে ৩ চারে ৩১ রান করে নতুন এক মাইলফলক পেরিয়ে যান। প্রথম বাংলাদেশি  হিসেবে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক। বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের ৭৪তম ব্যাটার হিসেবে এই কৃতিত্বের অধিকারী হয়েছেন তিনি। অবিস্মরণীয় এই অর্জনের মালিক হতে মুশফিক ক্যারিয়ারের ৯৩তম ম্যাচ খেলতে নেমেছেন এবং ১৭২ ইনিংস লেগেছে তার। 

দ্বিতীয় ইনিংসে আর মাত্র ২৮ রান দরকার ছিল মুশফিকের। টেস্ট ইতিহাসে ৭৪তম ব্যাটার হিসেবে সেটি পূর্ণ করেছেন মঙ্গলবার মাত্র ২৬ বলে ৩১ রানের ঝড়োগতির অপরাজিত ইনিংস খেলার পথে। এখন তার রান ৯৩ টেস্টের ১৭২ ইনিংসে ৩৮.৪৮ গড়ে ৬০০৩। 

ম্যাচের তৃতীয় দিন বুধবার আরো অন্তত দুটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে মুশফিকুর রহিমের। মিরপুরে সর্বাধিক ৪টি করে টেস্ট সেঞ্চুরি আছে মুশফিক ও মুমিনুল হকের। আর এই মাঠে ৩ ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৭টি করে সেঞ্চুরি আছে মুশফিক ও তামিম ইকবালের। উভয় ক্ষেত্রে আরেকটি সেঞ্চুরি হাঁকাতে পারলে সবার ওপরে উঠবেন মুশফিক। সেই সুযোগ রয়েছে তার, কারণ মিরপুর টেস্টে সবেমাত্র ২ দিন পেরিয়েছে। 

এছাড়া আর মাত্র ২ রান করতে পারলে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে নির্দিষ্ট কোনো মাঠে ৫ হাজার রান পূর্ণ হবে মুশফিকের। মিরপুরে ওয়ানডে, টেস্ট ও টি২০ মিলিয়ে ১৫৫তম ম্যাচ খেলে মুশফিক সর্বাধিক ৪৯৯৮ রান করেছেন। আর কোনো ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে নির্দিষ্ট কোনো মাঠে ৫ হাজার রান নেই।

মামুন/ এসআর

×