ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

জাতীয় যুব আরচ্যারিতে বিকেএসপি সেরা

প্রকাশিত: ২১:৫৪, ২০ অক্টোবর ২০২৪

জাতীয় যুব আরচ্যারিতে বিকেএসপি সেরা

চ্যাম্পিয়ন বিকেএসপির চেয়ে নৈপুণ্যে ঢের পিছিয়ে ছিল অন্য দলগুলো

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ রবিবার “তীর ৬ষ্ঠ জাতীয় যুব আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২৪” শেষ হয়েছে। এতে বিকেএসপি ১৫ স্বর্ণ, ৬ রৌপ্যপদক ও ৮ ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে।

কোয়ান্টামম স্পোর্টিয়াম ২ স্বর্ণ, ৬ রৌপ্য ও ১ ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ এবং বাংলাদেশ বিমান বাহিনী ২ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয়েছে।
আজ শেষ দিনের খেলার ফলাফল হচ্ছে- অনুর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ বালক একক ইভেন্টে সাগর ইসলাম (বিকেএসপি), রিকার্ভ বালিকা একক ইভেন্টে জ্যোতি রানী (বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব), কম্পাউন্ড বালক একক ইভেন্টে মারুফ হাসান (বিকেএসপি),  কম্পাউন্ড বালিকা একক ইভেন্টে পুস্পিতা জামান (বাংলাদেশ বিমান বাহিনী), অনুর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে রিকার্ভ বালক একক ইভেন্টে হিমেল সারোয়ার (বিকেএসপি), রিকার্ভ বালিকা একক ইভেন্টে মনিরা আক্তার (বিকেএসপি), কম্পাউন্ড বালক একক ইভেন্টে খন্দকার তৌহিদ (বিকেএসপি), কম্পাউন্ড বালিকা একক ইভেন্টে কুলছুম আক্তার মনি (বিকেএসপি); অনুর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে রিকার্ভ বালক একক ইভেন্টে নাহিদ হাসান (বিকেএসপি), রিকার্ভ বালিকা একক ইভেন্টে প্রভাতী রায় (কোয়ান্টামম স্পোর্টিয়াম);

অনুর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ বালক দলগত ইভেন্টে বিকেএসপি (সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও রাকিব মিয়া), রিকার্ভ বালিকা দলগত ইভেন্টে বিকেএসপি (ফামিদা সুলতানা নিশা, সুমাইয় আক্তার ও উম্যাচিং মারমা), রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনী (মিশাদ প্রধান ও সীমা আক্তার শিমু); 
অনুর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে রিকার্ভ বালক দলগত ইভেন্টে বিকেএসপি (আব্দুল্লাহ আল-মোহাম্মদ রাফি, হিমেল সারেয়ার ও নিলয় মোল্লা), রিকার্ভ বালিকা দলগত ইভেন্টে বিকেএসপি (আরভী আক্তার, মনিরা আক্তার ও সোনালী রায়), রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি (হিমেল সারেয়ার ও সোনালী রায়), কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি (খন্দকার তৌহিদ ও কুলছুম আক্তার মনি); অনুর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে রিকার্ভ বালক দলগত ইভেন্টে বিকেএসপি (নাহিদ হাসান, সাইফুল ইসলাম ও টোকেন চাকমা), রিকার্ভ বালিকা দলগত ইভেন্টে কোয়ান্টামম স্পোর্টিয়াম (সামিয়া আক্তার, প্রত্যাশা রায় ও প্রভাতী রায়), রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি (নাহিদ হাসান ও জান্নাতুল নাইমা), 
খেলা শেষে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মিজানুর রহমান, পিএসসি। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, সহসভাপতি সুব্রত মজুমদার ডলার, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার জনাব রুবাইয়েত আহমেদ, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও প্রতিযোগিতা আয়োজন সাব-কমিটির আহ্বায়ক আনিসুর রহমান, প্রতিযোগিতা আয়োজন সাব-কমিটির সদস্য-সচিব আলমগীর কবীর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ ও অত্র ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।

রুমেল খান/ রিয়াদ

×