ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

ডাক মারার রেকর্ডে কোহলির পরেই তামিম

প্রকাশিত: ১৯:০০, ১৮ অক্টোবর ২০২৪

ডাক মারার রেকর্ডে কোহলির পরেই তামিম

শূন্য রানে আউট হওয়া যেকোনো ব্যাটারের জন্যই বিব্রতকর। তাছাড়া খ্যাতিমান কোনো ক্রিকেটার যদি ‘ডাক’ মারার রেকর্ড গড়ে ফেলেন, সেটা তো আরও বিব্রতকর হয়ে ওঠে। চলতি বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ‘ডাক’ মেরেছেন বিরাট কোহলি। এর মাধ্যমে বর্তমানে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

 

 

 

তিন ফরম্যাট মিলিয়ে ৫৯৫ ইনিংসে কোহলি ৩৮টি ডাক মেরেছেন। এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া বিশেষজ্ঞ ব্যাটসম্যান এখন কোহলিই। এর মধ্যে টেস্টে ১৫ ও ওয়ানডেতে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। ২৯৩ ইনিংসে সমান ৩৮টি ‘ডাক’ মেরেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি।

 

স্বীকৃত ব্যাটারদের মাঝে কোহলির পরেই আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, যিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৬টি ডাক মেরেছেন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করা তামিম। তিনি সবচেয়ে বেশি ডাক মেরেছেন ওয়ানডেতে, ২৪০ ইনিংসে ১৯ বার। এছাড়া রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ৫১৩ ইনিংসে ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

 

 

ফুয়াদ

×