ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

পাকিস্তানের হারেও চিন্তিত বাংলাদেশ!

প্রকাশিত: ২০:৪৪, ১৭ অক্টোবর ২০২৪

পাকিস্তানের হারেও চিন্তিত বাংলাদেশ!

গ্যালারিতে বসে ভারত-পাকিস্তানের খেলা দেখছেন বাংলার বাঘিনীরা (সৌজন্য ছবি)

বৃহস্পতিবার থেকে পর্দা উঠেছে ‘দক্ষিণ এশিয়ার নারী বিশ্বকাপ ফুটবল’ খ্যাত সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। উদ্বোধনী দিনে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে বড় ব্যবধানে জিতে শুভসূচনা করেছে এই আসর অন্যতম ফেভারিট ও সর্বাধিক পাঁচবারের শিরোপাধারী ভারত। এ-গ্রুপের এই খেলায় তারা পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে। 

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান হারলেও বেশ ভাল খেলেছে। যা বেশ চিন্তায় ফেলে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে। ম্যাচটি বাংলাদেশ দল গ্যালারিতে বসেই দেখেছে। আগামী ২০ অক্টোবর পাকিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ ।

ম্যাচে ভারতের গ্রেস দাংমে জোড়া গোল করেন। এছাড়া মনীষা বাম, বালা দেবী ও জ্যোতি চৌহান ১টি করে গোল করেন। পক্ষান্তরে পাকিস্তানের সুহা হিরানি ও কায়লা মারি ১টি করে গোল করেন। 

রুমেল/শহিদ

×