ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

এএফসি অনুর্ধ-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব 

যাওয়ার আগে যে আশা দিয়ে গেল বাংলাদেশ ...

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ অক্টোবর ২০২৪

যাওয়ার আগে যে আশা দিয়ে গেল বাংলাদেশ ...

কম্বোডিয়া যাওয়ার আগে টিটুবাহিনীর ফটোসেশন

এএফসি অনুর্ধ-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বি-গ্রুপে খেলতে বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় বিমানযোগে কম্বোডিয়া যাওয়ার কথা বাংলাদেশ অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল দলের। ১০টি গ্রুপে ভাগ হয়ে ৪৪ দেশ এই আসরে অংশ নেবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৫ রানার্সআপ দেশ চূড়ান্ত পর্ব খেলবে (আয়োজক সৌদি আরব, ২০২৫ সালের এপ্রিলে)। 
বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। তাদের খেলা যথাক্রমে ১৯ অক্টোবর কম্বোডিয়া, ২৩ অক্টোবর ফিলিপিন্স, ২৫ অক্টোবর ম্যাকাও ও ২৭ অক্টোবর আফগানিস্তান। প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে। 

কম্বোডিয়া যাওয়ার আগে বুধবার বিকেলে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন কোচ সাইফুল বারী টিটু। এসময় উপস্থিত ছিলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং ম্যানেজার জাহিদ হাসান এমিলি। 

কোচ টিটু জানান, ‘দলের প্রস্তুতি ভাল হয়েছে। ছেলেদের মনোবল ভাল। আমাদের গ্রুপে বিশ্বকাপ খেলা কোন দেশ না থাকায় এবং সমপর্যায়ের বিধায় তাদের সঙ্গে ভাল খেলা খেলতে আশাবাদী। আমাদের লক্ষ্য সেরা ৫ গ্রুপ রানার্সআপ দলের একটি হওয়া। এক্ষেত্রে বেশি গোল করতে হবে।’

দলের আলোচিত ও নতুন মুখ অস্ট্রেলিয়া প্রবাসী-ফরোয়ার্ড আরহাম ইসলামকে নিয়ে টিটুর ভাষ্য, ‘আরহাম নতুন। এখনও কিছুই প্রমাণ করেনি। কাজেই তাকে নিয়ে কোন প্রত্যাশা নেই। এবং তাকে নিয়ে এত মাতামাতিরও কিছু নেই।’
ম্যানেজার এমিলির ভাষ্য, ‘আমি জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলেছি। জাতীয় দলে ও ক্লাবে কোচ টিটু ভাইয়ের অধীনে খেলেছি। সেই অভিজ্ঞতা এই দলের কিশোর ফুটবলারদের সঙ্গে শেয়ার করেছি। আশাকরি তারা ভাল করবে।’
অধিনায়ক ফয়সাল বলেন, ‘গত সেপ্টেম্বরে ভুটানে সাফ অনুর্ধ-১৭ আসরে আমরা ফাইনাল খেলেছি। তারপর দেশে ফিরে মাত্র তিনদিন বিশ্রাম নিয়েই আবারও অনুশীলন করেছি। আমরা কম্বোডিয়ায় গিয়ে ভাল কিছু করার প্রত্যাশা করছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন।’

 

রুমেল খান

×