ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

হাতুরুসিংহের বিদায়, অন্তর্বর্তীকালীন কোচ ফিল সিমন্স

প্রকাশিত: ১৬:১৭, ১৫ অক্টোবর ২০২৪

হাতুরুসিংহের বিদায়, অন্তর্বর্তীকালীন কোচ ফিল সিমন্স

চান্দিকা হাতুরুসিংহ

বাংলাদেশের ক্রিকেটে চান্দিকা হাতুরুসিংহে অধ্যায় শেষ হয়ে গেল। মঙ্গলবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ফিল সিমন্স।

হাতুরুসিংহেকে তার আচরণগত কারণে ৪৮ ঘণ্টার জন্য মূলত সাসপেন্ড করা হয়েছে। তার কাছে সুষ্ঠু জবাব চাওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা পর তার অপসারণ কার্যকর হবে। 

প্রথম দফায় ২০১৪ সালে বাংলাদেশের কোচ হয়ে আসেন হাতুরুসিংহে। কিন্তু ২০১৭ সালে কোনো কারণ না দেখিয়ে হুট করে চলে যান। এরপর তাকে গত বছরের শুরুতে আবার বাংলাদেশের কোচ করা হয়।

মো:মামুন রশীদ//রাজু

×