ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চলছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

প্রকাশিত: ১২:৩৫, ১৪ অক্টোবর ২০২৪

চলছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

আগামি ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে কিছুক্ষন আগে শুরু হওয়া এই ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজসহ অনেক তারকা ক্রিকেটারকেই অবশ্য বেচা-কেনার হাটে উঠতে হচ্ছে না। তাদেরকে আগেভাগেই সরসারি  সাইনিং অথবা রিটেইন করে নিয়েছে দলগুলো। সেই অর্থে  ড্রাফট থেকে দল পাওয়ার জন্য আগ্রহের শীর্ষে আছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার লিটন দাসের মতো অল্প কয়েকজন। 

ড্রাফটের জন্য মোট ১৯৮ জন স্থানীয় ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদেরকে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। এই ১৯৮ জনের মধ্যে ১৮ জনকে বিভিন্ন দল ইতোমধ্যে সরাসরি চুক্তি কিংবা ধরে রাখার নিয়মে দলভুক্ত করেছে।

গত আসরের তুলনায় এবার খেলোয়াড়দের পারিশ্রমিক কমেছে উল্লেখ্যযোগ্যভাবে। গতবার যেখানে 'এ' ক্যাটাগরির ক্রিকেটার পেতেন ৮০ লাখ টাকা। এবার তাদের জন্য থাকছে ৬০ লাখ টাকা। এভাবে সব ক্যাটাগরিতেই কম টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

ড্রাফটে সবচেয়ে আকর্ষণীয় নাম নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেনরা। 'এ' ক্যাটাগরির এই কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আজ শুরুতেই  দলগুলোর আগ্রহ দেখা গেছে। 'এ' ক্যাটাগরির বাকি ৭ জন ইতোমধ্যে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে গেছেন।  

ড্রাফটে ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারের নামও উঠানো হচ্ছে। এবার বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও আগেরবারের চেয়ে কম ধরা হচ্ছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১০ জন স্থানীয় ও দুজন বিদেশি নিতে হবে। সর্বোচ্চ স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে ১৪ জন।  তবে বিদেশি খেলোয়াড় নেওয়ার সর্বোচ্চ সীমা বেধে দেওয়া হয়নি এবারও।

আগামি ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল।

মিরাজ// টুম্পা

×