ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নেশন্স লিগে স্পেন-পর্তুগালের জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৪, ১৪ অক্টোবর ২০২৪

নেশন্স লিগে স্পেন-পর্তুগালের জয়

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলের উচ্ছ্বাস

উয়েফা নেশন্স লিগে জয়ের দেখা পেয়েছে ফেভারিট স্পেন, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। শনিবার ইউরোজয়ী স্পেন নিজেদের মাঠে ১-০ গোলে পরাজিত করে ডেনমার্ককে। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৩-১ ব্যবধানে হারায় রবার্ট লেভানডোস্কির পোল্যান্ডকে। এছাড়া, ক্রোয়েশিয়া ২-১ গোলে স্কটল্যান্ডকে, আরেক ম্যাচে কসোভোও একই ব্যবধানে হারায় লিথুয়ানিয়াকে। 
ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। একদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো অন্যদিকে রবার্ট লেভানডোস্কি। ভক্ত-অনুরাগীদের তাই আলাদাভাবেই নজর ছিল এই ম্যাচে। তবে লেভানডোস্কিকে ছাপিয়ে এদিন নজর কাড়েন সিআর সেভেন। পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর সময়টা ভালো যাচ্ছিল না। জাতীয় দলের হয়ে এতটাই খারাপ সময় পার করছিলেন যে, ২০২৪ ইউরোতে একটি গোলের দেখাও পাননি তিনি।

তবে উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত পর্তুগিজ সুপারস্টার। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে তিন গোল করেন রোনাল্ডো। শনিবার পোল্যান্ডের বিপক্ষেও গোল করেন। ম্যাচের ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনাল্ডো। ২০০৭ সালের সেপ্টেম্বরের পর পোল্যান্ডের বিপক্ষে এটাই তার প্রথম গোল। পর্তুগালের জার্সিতে এটা রোনাল্ডোর ১৩৩তম, সবমিলিয়ে যা তার ক্যারিয়ারের ৯০৬তম গোল।

২০২৪ ইউরো জয়ের পর শনিবারই স্পেন প্রথমবারের মতো নিজেদের মাঠে খেলতে নামে। যে কারণে এস্তাদিও এনরিখ রোকা ডি মুরিসায়া স্টেডিয়ামে ভক্ত-অনুরাগীদের সামনে ইউরোর ট্রফি নিয়ে হাজির হন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। ম্যাচে মার্টিন জুবিমেন্ডির একমাত্র গোলে জয় পায় স্প্যানিশরা।

×