প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসর আয়োজন অনেক বড় চ্যালেঞ্জ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য। সেই চ্যালেঞ্জ নিতে এখন প্রস্তুত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, যতটা সম্ভব আকর্ষণীয় করা হবে বিপিএল এবং মানসম্মত করতে নতুন কিছু ধারণার প্রয়োগ করা হবে যা দেখার জন্য অপেক্ষায় থাকতে বলেছেন। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিদর্শনে এসেছিলেন।
সেই পরিদর্শনের পর তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে চমৎকার কিছু আইডিয়া নেওয়া হয়েছে। সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করে তা এবারের বিপিএল আসরে প্রয়োগ করা হবে। ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএল। আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ১৯৮ জন দেশী ও ৪৪০ জন বিদেশী খেলোয়াড় আছেন। ৭ ফ্র্যাঞ্চাইজি অবশ্য সরাসরি চুক্তিতে এবং প্লেয়ার ধরে রেখে অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেদের দল। বাকিদের এই প্লেয়ার্স ড্রাফট থেকে নেবে তারা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে অলিম্পিকে তার নিজস্ব চিন্তাধারা দিয়েছেন এবং তা অলিম্পিক কর্তৃপক্ষ অনুসরণ করেছে। বিশে^র সর্ববৃহৎ এই ক্রীড়া ইভেন্ট নিয়ে তার যে অভিজ্ঞতা সেটা এবার বিপিএলে কাজে লাগাতে চায় বিসিবি। এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘বিসিবিই এখানে বড় পার্টটা রাখবে। আমার মনে হয়েছিল যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন। তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন।
এরকম একটা টুর্নামেন্টে তার সে অভিজ্ঞতা ও রিসোর্সটা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম।’ বিসিবি সভাপতি ফারুকও এ বিষয়ে বলেছেন,‘বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তার সঙ্গে বোর্ড থেকে যারা কাজ করে... বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, ওনার সঙ্গে যারা আছেন সবাই বসেছি। আমরা কিছু চমৎকার আইডিয়া পেয়েছি।
সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করছে। এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত কিছু প্রবেশ করানো যায়। তবে এটাও বলবো, আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, যেগুলো আমরা চেষ্টা করব বাস্তবায়ন করতে।’
বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগেই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি দলে আগের কিছু খেলোয়াড় ধরে রেখেছে এবং ছেড়েও দিয়েছেন। এছাড়া সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কয়েকজনকে। ফরচুন বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রেখে তাওহিদ হৃদয়কে সরাসরি চুক্তিতে নিয়েছে। রংপুর রাইডার্স রেখেছে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানকে এবং চুক্তিবদ্ধ করেছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। খুলনা টাইগার্স রেখেছে নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবকে এবং সরাসরি চুক্তি করেছে মেহেদি হাসান মিরাজের সঙ্গে।
সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান সাকিব, জাকির হাসানকে রেখে চুক্তি করেছে জাকের আলী অনিকের সঙ্গে। নতুন মালিকানা পাওয়া ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তি করেছে মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমের সঙ্গে। আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী সরাসরি নিয়েছে এনামুল হক বিজয় ও জিশান আলমকে। চট্টগ্রাম কিংস সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। দেশী ক্রিকেটারদের ৬০ লাখ টাকার ‘এ’ ক্যাটাগোরিতে ১২ জন, ৪০ লাখের ‘বি’ ক্যাটাগোরিতে ১২, ২৫ লাখের ‘সি’ ক্যাটাগোরিতে ২২, ২০ লাখের ‘ডি’ ক্যাটাগোরিতে ২৮, ১৫ লাখের ‘ই’ ক্যাটাগোরিতে ৫১ ও ১০ লাখের ‘এফ’ ক্যাটাগোরিতে ৭৩ জন আছেন।
৪৪০ জন বিদেশী ক্রিকেটারের ক্যাটাগোরি মার্কিন ডলারে মূল্য- ২০ জনের ‘এ’ ক্যাটাগোরিতে ৭০ হাজার, ৩৮ জনের ‘বি’ ক্যাটাগোরিতে ৫০ হাজার, ৬৬ জনের ‘সি’ ক্যাটাগোরিতে ৩০ হাজার, ১৩৫ জনের ‘ডি’ ক্যাটাগোরি ২৫ হাজার ও ১৮১ জনের ‘ই’ ক্যাটাগোরিতে ১৫ হাজার ডলার মূল্য রাখা হয়েছে। এর মধ্যে চিটাগং কিংস সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের মঈন আলী, পাকিস্তানের উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হায়দার আলীকে এবং শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়েছে।