আজ শুরু শ্রীলঙ্কা-উইন্ডিজ দ্বৈরথ
ডাম্বুলায় প্রথম টি২০ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ। সদ্যসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতানো অন্যরকম একটা স্কোয়াড নিয়ে মাঠে নামছে সফরকারীরা। নেতৃত্বে যথারীতি রোভমান পাওয়েল।
অন্যদিকে চারিথ আসালঙ্কার অধীনে স্বাগতিক লঙ্কানদের ছোট্ট ফরম্যাটের দলটাও বেশ শক্তিশালী। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি২০তে ১৫ দেখায় ৮ জয় শ্রীলঙ্কার। বিপরীতে ৭ জয় ওয়েস্ট ইন্ডিজের। বোঝাই যাচ্ছে লড়াইট কেমন সেয়ানে-সেয়ানে। শ্রীলঙ্কা সফরে ক্যারিবীয়রা এবার সামন তিন ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার এবং আকিল হোসেইনের মতো তরকারা নেই ব্যক্তিগত কারণে। ইনজুরি থেকে ফিট হয়ে ফিরেছেন ব্রেন্ডন কিং। নতুন মুখ নতুন মুখ দুই পেস বোলিং অলরাউন্ডার টেরেন্স হাইন্ডস এবং শামার স্প্রিংগার। বাদ পড়েছেন জনসন চার্লস ও ওবেদ ম্যাককয়।
অন্যদিকে ব্যাটার ভানুকা রাজাপাক্ষে ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে ফিরিয়ে এনে দল সাজিয়েছে শ্রীলঙ্কা। গত বছর জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা রাজা পাক্ষে সিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।
তার আগে লঙ্কান প্রিমিয়ার লিগেও (সিপিএল) দারুণ ব্যাটিং করেন। আর ২০২২Ñএর পর টি২০তে ফিরেছেন ভ্যান্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে সাফল্যের পুরস্কার পেয়েছেন অভিজ্ঞ এ স্পিনার।
টি২০ সিরিজের ট্রফি হাতে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল (ডানে)