ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জার্মানির জয় ডাচদের ধাক্কা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৩, ১৩ অক্টোবর ২০২৪

জার্মানির জয় ডাচদের ধাক্কা

ডাচ অধিনায়ক ভার্জিলকে মাঠ থেকে বের হতে বলছেন রেফারি

উয়েফা নেশন্স লিগে জয়ের দেখা পেয়েছে জার্মানি। শুক্রবার ইউরোপের পাওয়ার হাউজখ্যাত দলটি ২-১ ব্যবধানে পরাজিত করেছে বসনিয়া হার্জেগোভিনাকে। তবে জার্মানির জয়ের দিনে ড্র করেছে নেদারল্যান্ডস, সুইডেন এবং ওয়েলসের মতো শক্তিশালী তিন দল। হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ডাচরা। অন্যদিকে, স্লোভাকিয়া ২-২ গোলে সুইডেনের সঙ্গে এবং আইসল্যান্ডের মাঠ থেকে একই ব্যবধানের ড্র নিয়ে বাড়ি ফিরে ওয়েলস।  
নেশন্স লিগের প্রথম দুই ম্যাচে সমান একটি করে জয় আর ড্রয়ে টেবিলের শীর্ষে অবস্থান করে জার্মানি। শুক্রবার তৃতীয় ম্যাচে স্ট্যাডিয়ন বিলিনো পোলজেতে তাই ফুরফুরে মেজাজেই বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হয় জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রতিপক্ষের মাঠে  শুরুটাও করে দুর্দান্ত। ম্যাচের ৩৬ মিনিটেই ২-০ গোলে  এগিয়ে যায় জার্মানি। যার পুরো কৃতিত্বটাই দিতে হয় স্টুটগার্ট ফরোয়ার্ড দেনিজ উনদাভকে। কেননা প্রতিপক্ষের মাঠে দুটি গোলই যে করেন তিনি। তাও মাত্র ৬ মিনিটের ব্যবধানে জার্মানির জার্সিতে জীবনের প্রথম এক ম্যাচে দুই গোলের রেকর্ড গড়েন ২৮ বছর বয়সী এই তারকা।  
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে ফ্লোরিয়ান রিটজের অ্যাসিস্ট থেকে প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন উনদাভ। ৩৬ মিনিটে আবারও গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। সেই সঙ্গে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে চলতি বছরে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯টি। 
উনদাভের ডবলসে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর কোনো  গোলের দেখা পায়নি জার্মানি। বরং ৭০ মিনিটে এডিন জিকো এক গোল পরিশোধ করলে দারুণভাবেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বসনিয়া। কিন্তু পরের সময়টাতে অবশ্য তাদেরকে বেশ ভালোভাবেই রুখে দেয় জার্মানি। ফলে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নাগেলসম্যানের শিষ্যরা। সেই সঙ্গে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের সুবাসও পাচ্ছে তারা। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুদৃঢ় করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। 
ডাচদের পয়েন্ট এখন ৩ ম্যাচে ৫। আগামীকাল সোমবার মিউনিখে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট নেদারল্যান্ডস ও জার্মানি। তবে সেই মহারণের আগে ডাচ শিবিরে দুসংবাদ। নেদারল্যান্ডসের জার্সিতে শুক্রবারই ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন ভার্জিল ভ্যান ডাইক। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ৩ মিনিটের মধ্যে দুবার হলুদকার্ড দেখে ৭৯ মিনিটেই মাঠ ছাড়তে হয় ডাচদের এই তারকা ডিফেন্ডারকে। শেষ পর্যন্ত  ১০ জনের নেদারল্যান্ডস ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে। দিনের অন্যান্য ম্যাচে সুইডেন ২-২ গোলে ড্র করে স্লোভাকিয়ার মাঠে। ওয়েলস একই ব্যবধানে সমতায় থেকে পয়েন্ট ভাগাভাগি করে বাড়ি ফিরে আইসল্যান্ডের মাঠ থেকে। তবে ইউক্রেন ১-০ গোলে জর্জিয়াকে, চেক প্রজাতন্ত্র ২-০ ব্যবধানে আলবেনিয়াকে পরাজিত করে।

×