ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

লঙ্কানদের হারিয়ে সেমির রেসে কিউই মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩১, ১৩ অক্টোবর ২০২৪

লঙ্কানদের হারিয়ে সেমির রেসে কিউই মেয়েরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের মেয়েদের সাফল্যের হাসি, শনিবার শারজায়

সংযুক্ত আরব আমিরাতে নারী টি২০ বিশ্বকাপে শনিবার দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। শারজায় টস জিতে ব্যাটিং নেওয়া লঙ্কান মেয়েরা ৫ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা (১১৮/২)। ৫৩ রান করে ম্যাচসেরা হয়েছেন জর্জিয়া প্লিমার। দারুণ এই জয়ে সেমির রেসে উঠে এসেছে সোফি ডিভাইনের দল। ৩ ম্যাচে ১ হারের বিপরীতে ২ জয়Ñ ‘এ’ গ্রুপে টেবিলের তিনে নিউজিল্যান্ড। সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে কিছুটা এগিয়ে থেকে দুইয়ে ভারত। আর তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 
শ্রীলঙ্কা একদমই সুবিধা করতে পারেনি। ঠুকঠুকে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন চামারি আতাপাত্তু দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান সংগ্রহ করেন। যদিও তিনি খরচ করেন ৪১টি বল। আতাপাত্তু সাকুল্যে ৫টি চার মারেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে হার্শিতা সামারাবিক্রমার ব্যাট থেকে। শেষ দিকে নিলকসিভা সিলভা ১১ বলে অপরাজিত ১৪ ও এমা কাঞ্চনের ৯ বলে অপরাজিত ১০ রানে ভর করে দলীয় এক শ’ পেরোতে সক্ষম হয়। পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়।

অর্থাৎ, ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউই মেয়েরা। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ওপেনার জর্জিয়া প্লিমার। তিনি ৪৪ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন। মারেন ৪টি চার। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে হেরে শ্রীলঙ্কার আগেই চলতি নারী টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। 
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটি ছিল এশিয়া চ্যাম্পিয়নদের জন্য সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়েও পুরোপুরি ব্যর্থ দ্বীপরাষ্ট্রের মেয়েরা। ফলে সব ম্যাচ হেরে একরাশ লজ্জা নিয়ে দেশে ফিরছে চামারি আতাপাত্তুর দল।

×