সর্বোচ্চ ৩৮ রান করেছেন সোবহানা মোস্তারি।
নারীদের টি২০ বিশ্বকাপে দীর্ঘ জয় খরা ছিল মেয়েদের। সংযুক্ত আরব আমিরাতে হওয়া বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ওই খরা কাটায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্য ছিল প্রথম ম্যাচে জিতলে সেমিফাইনালের জন্য লড়াই করা। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হারে সেই স্বপ্নে ধাকা খায়।
দুবাইয়ে আসরে নিজেদের শেষ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করেছে বাংলাদেশ। আসরে দলের সেরা দুই ব্যাটার সোবহানা মুস্তারি ও নিগার সুলতানা সেট হলেও দ্রুত রান তুলতে পারেননি।
বাংলাদেশ নারী দলের ওপেনার দিলারা আক্তার এদিন নিজের ও দলের শূন্য রানে সাজঘরে ফিরে যান। পরে দলের ৩৬ রানে আউট হওয়া সাথী রানী খেলেন ৩০ বলে ১৯ রানের ইনিংস। তিনে ব্যাটিং করা সোবহানা মুস্তারি ৪৩ বলে চারটি চারের শটে ৩৮ রান করেন। অধিনায়ক নিগার খেলেন ৩৮ বলে হার না মানা ৩২ রানের ইনিংস।
মিরাজ/এম হাসান