ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যেখানে পরাজয় নেই সাবালেঙ্কার

প্রকাশিত: ২১:১৯, ১২ অক্টোবর ২০২৪

যেখানে পরাজয় নেই সাবালেঙ্কার

টানা ৯ ম্যাচ জয়ের পর শনিবার হারের স্বাদ পেলেন কোকো গফ

কোকো গফের দাপট থামিয়ে উহান ওপেনের ফাইনালের টিকিট কাটলেন এরিনা সাবালেঙ্কা। সোমবার টুর্নামেন্টের সেমিফাইনালে বেলারুশ সুন্দরী ১-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন আমেরিকান তারকাকে। সেইসঙ্গে তৃতীয়বারের মতো এই ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা।

এর ফলে টানা ৯ ম্যাচ পর হারের স্বাদ পেলেন ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন কোকো গফ। অন্যদিকে, ২০১৮ সালে এই টুর্নামেন্টে অভিষেক ঘটা সাবালেঙ্কা এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছেন। অর্থাৎ উহান ওপেনে কোন পরাজয় নেই বেলারুশ সুন্দরীর। উহান ওপেনে ১৬ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছেন এরিনা সাবালেঙ্কাউহান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। ২০১৮ সালে প্রথমবার অংশ নিয়েই এই টুর্নামেন্টের শিরোপা জেতেন তিনি। এরপর ২০১৯ সালেও টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজীর গড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।
বেলারুশ সুন্দরীর সামনে এখন হ্যাটট্রিক চ্যাম্পিয়নের হাতছানি। তৃতীয় শিরোপার লক্ষ্যে রবিবার ফাইনাল খেলতে আবারও কোর্টে নামবেন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা। যেখানে তার প্রতিপক্ষ চীনের কিনওয়েন ঝ্যাং।

মোস্তফা

×