ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাফুফে নির্বাচন ২০২৪

পদ নিয়ে চমক দিলেন তরফদার-শাহাদাত

প্রকাশিত: ১৯:৫৮, ১২ অক্টোবর ২০২৪

পদ নিয়ে চমক দিলেন তরফদার-শাহাদাত

শাহাদাত ও তরফদার

রাজনীতিতে শেষ কথা বলে যেমন কিছু নেই, তেমনি বাফুফে নির্বাচনেও শেষ কথা বলে কিছু নেই। একদিন আগে তাবিথ আউয়ালের সঙ্গে সভাপতি পদে মনোনয়নপত্র কিনে চমক দেখালেন দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী। আজ শনিবার মনোনয়নপত্র তোলার শেষ দিনে আরেকটি চমক দিলেন ময়মনসিং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েমনের কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। তিনি সভাপতি পদের পাশাপাশি সহসভাপতি পদেও ফরম কিনেছেন। তেমনি চমক সৃষ্টি করেছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর মোঃ শাহাদাত হোসেন। তিনিও সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন (সদস্যপদেও কিনেছেন)।
সভাপতি পদে শেষ পর্যন্ত চার জন ফরম কিনলেন। আজ মনোনয়ন পত্র কিনে বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের রেদওয়ান বলেন, ‘তরফদার ভাই সভাপতি পদে কেন নির্বাচন করলেন না এটা উনি বলতে পারবেন। আমি সভাপতি ও সহ-সভাপতি দুই পদে মনোনয়ন সংগ্রহ করেছি। আমরা সুযোগ পেলে ফুটবল উন্নয়নের চেষ্টা করব।’ দুই পদে মনোনয়ন নেয়ার অর্থ সমঝোতার পথ খানিকটা খোলা। সেই দিকে ইঙ্গিত করে রেদওয়ান বলেন, ‘এখনো সময় আছে, আলোচনা হতে পারে। ফুটবলের স্বার্থে একক প্যানেল হলে সভাপতি পদ ছাড়তে রাজি আছি।’ 

শেষ বিকেলের চমক ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন। এতদিন সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেও অবশেষে সিনিয়র সহসভাপতি পদে একজন প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থীর সংখ্যা তিনজন। তরফদার রুহুল আমিনের আগে এই পদে মনোনয়নপত্র নিয়েছেন বাফুফের বর্তমান সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং কাল নিলেন মনির হোসেন নামের তৃণমূলের এক সংগঠক। 

সহসভাপতি পদে ১২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন- নাসের শাহরিয়ার জাহেদি, ফাহাদ করিম, ইকবাল হোসেন (সদস্য পদেও কিনেছেন তিনি), সাব্বির আহমেদ আরেফ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রাশিদ সামিউল ইসলাম, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাস রুপ, মিসবাহ আহমেদ সামাদ চৌধুরী ও ছাইদ হাছান কানন। 

এছাড়া সদস্য পদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪৩টি।
 

 

রুমেল খান

×