ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের

​​​​​​​মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:০৭, ১২ অক্টোবর ২০২৪

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের

.

শেষ সময় উপস্থিত হয়েই গেল। ১৭ বছরের আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের ইতি ঘটবে আজই। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আজ সিরিজের তৃতীয় শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই প্রথম দুটিতে হেরে ম্যাচের এই সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। পূর্ব ঘোষণা অনুসারে এটিই আবার ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহর শেষ আন্তর্জাতিক টি২০। সবমিলিয়ে তাই জেতার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল।

বছর আগে এই মাঠেই প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলেছে টাইগাররা। এছাড়া আর কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এই ভেন্যুতে। তবে এই হায়দরাবাদেরই লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক জয় পায় বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে জেতার শেষ সুযোগ চলতি সফরে। সিরিজ ইতোমধ্যে নিশ্চিত করার পর ভারত এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করার পাশাপাশি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই নামবে।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন মাহমুদুল্লাহ। তারপর থেকে দেশের হয়ে সর্বাধিক ১৪০ ম্যাচ খেলেছেন টি২০ ফরম্যাটে। স্ট্রাইকরেট আহামরি না হলেও রান করেছেন ২৪৩৬। সবচেয়ে বেশি ৪৩ ম্যাচে এই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন। আজ তার শেষ ম্যাচ।

আন্তর্জাতিক টি২০-তে আর দেখা যাবে না এরপর থেকে তাকে। ফলে পঞ্চ পা-বের কেউ অবশিষ্ট থাকবেন না। এই দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে সমাপ্তির আগে বাংলাদেশের ক্রিকেটাররা উন্মুখ জয় তুলে নিতে। হায়দরাবাদের এই উইকেটে কখনোই খেলেনি বাংলাদেশ দল। তাই পুরোপুরি অচেনা উইকেটে খেলতে হবে। আগের দুই ম্যাচে বিনাযুদ্ধে আত্মসমর্পণ করার কারণে বাংলাদেশ দলে আজ দুয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। এক্ষেত্রে একটানা প্রত্যাশা পূরণে ব্যর্থ জাকের আলী অনিকের জায়গায় দলে আসতে পারেন অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এতে করে বোলিং শক্তিটাও কিছু বাড়বে। এছাড়া তানজিম হাসান সাকিবের জায়গায় আবার ফিরতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পারভেজ হোসেন ইমন প্রতিশ্রুতিশীল ব্যাটিং করলেও বড় স্কোর করতে পারেননি। তাই তার পরিবর্তে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে।

ভারতীয় দলেও আসতে পারে পরিবর্তন। কারণ সিরিজ জেতার পর বেঞ্চের শক্তিটা একটু পরখের সুযোগ নিতে পারেন প্রধান কোচ গৌতম গাম্ভীর। তিলক ভার্মা, রবি বিষ্ণুই হর্ষিত রানা আছেন। তারা আসতে পারেন রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব বরুণ চক্রবর্তীর জায়গায়। ভারতেরও লক্ষ্য টানা তৃতীয় জয় নিয়ে সিরিজটি পুরোপুরি শতভাগ সাফল্যে শেষ করার। এখন উজ্জীবিত অনুপ্রাণিত তারা।

কারণ বাংলাদেশ বিন্দুমাত্র চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি গত দুই ম্যাচে। তাই আরেকটি সহজ জয়ের আশায় আছে স্বাগতিকরা। আজ অবশ্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হায়দরাবাদে। তাই ম্যাচে ঘটতে পারে বিঘ্ন, তবে ভেসে যাবে না। সাধারণত এই মাঠে বেশ রান হয়। আগে ব্যাট করে যারা বছর আইপিএল আসরে ২০০+ রান করেছে তারাই জিতেছে। তিনবার এমনটা দেখা গেছে। তাই আজও বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ থাকবে। আগের ম্যাচে বাংলাদেশ বোলার সংকটে ভুগেছে, কারণ টি২০ ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে কোনো দল দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে সেদিন। তাই এবার বাড়তি বোলারের চিন্তা থেকেই শেখ মেহেদি খেলতে পারেন। তবে মূলত ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশকে ভাবাচ্ছে। বিষয়ে ম্যাচের আগের দিন ফিল্ডিং কোচ নিক পোথাস বলেছেন,‘একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয় আর আরেকজন যদি হয় ৬৫ কেজি, তাহলে একজন তো বেশি দূরে বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।

×