ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মাহমুদুল্লাহকে বিদায়ী সংবর্ধনার বিষয়ে পোথাস যে তথ্য দিলেন

প্রকাশিত: ২১:২৮, ১১ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:২৯, ১১ অক্টোবর ২০২৪

মাহমুদুল্লাহকে বিদায়ী সংবর্ধনার বিষয়ে পোথাস যে তথ্য দিলেন

পোথাস এবং মাহমুদুল্লাহ রিয়াদ

২০০৭ সালে শুরু। তারপর ক্রমেই নিজেকে বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যস্ত টি২০ ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। এবার থামছেন তিনি। ১৭ বছরের আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ার শেষ হবে কাল (শনিবার) ভারতের বিপক্ষে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যচটির দিকে সবার নজর থাকবে মাহমুদুল্লাহ রিয়াদের দিকে।

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি২০। বাংলাদেশের জার্সিতে সর্বাধিক ১৪০ টি২০ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু তাই নয় ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সর্বাধিক ৪৩ টি২০-তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এবার তার শেষের পালা। হায়দরাবাদে শনিবারে ভারতের বিপক্ষেই সমাপ্তি ঘটছে তার বৈচিত্র্যময় আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের। মাঠ থেকেই বিদায় নিচ্ছেন তিনি। বিদায়ী ম্যাচে সতীর্থরা জয় উপহার দিতে শতভাগ উজার করে দেবেন নিঃসন্দেহে। কিন্তু বিশেষ কিছু কি করবেন তারা?

২০২১ সালের জুলাইয়ে হারারেতে প্রত্যাবর্তনের টেস্টে ১৫০ রান করে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানে তাকে মাঠেই গার্ড অব অনার দেন সতীর্থরা। এছাড়াও বিশেষ আয়োজন করেন ড্রেসিং রুমে। ৩ বছর পর টি২০ ফরম্যাট থেকেও বিদায় নেবেন। তেমন কিছু এবারও হয়তো করবেন দীর্ঘদিনের সতীর্থরা।

অবসর ঘোষণার পর আগের ম্যাচে দিল্লিতে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত ১৭ বছর ধরে বাংলাদেশের বিপদে কাণ্ডারী হিসেবে ভূমিকা রেখেছেন তিনি। এবার আরেকটি ভালো ইনিংস তার কাছ থেকে আশা করবে বাংলাদেশ। জিততে পারলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই শুধু নয়, মাহমুদুল্লাহকে বিদায়ী উপহারও দেওয়া হবে। কিন্তু  তাকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাস বলেছেন,‘‘এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার।’’ 

এ বিষয়ে পোথাস আরো বলেছেন,‘’আপনাকে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতায় নজর দিতে হবে। একটি ব্যাপার মানতেই হবে, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দারুণ ছিলাম। ব্যাটিং–বোলিংয়ে যদি তাকান, একটি কাজ ভারত সব সময় করবেই, তা হচ্ছে আপনাকে অনেক চাপে ফেলবে। ফিল্ডিংয়ে প্রতিপক্ষের কোনো প্রভাব নেই, পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে। ফলে এখানে খেলোয়াড়দের অনেক কৃতিত্ব দিতে হবে ফিল্ডিংয়ের ব্যাপারে।’’

মামুন/ রিয়াদ

×