ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যেভাবে জ্যোতিরা বিশ্বকাপ সেমিতে যেতে পারেন

প্রকাশিত: ২১:০৪, ১১ অক্টোবর ২০২৪

যেভাবে জ্যোতিরা বিশ্বকাপ সেমিতে যেতে পারেন

বাংলাদেশ নারী ক্রিকেট দল

চলমান নারী টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলার আশা করলেও সেই স্বপ্ন অনেকটাই ম্লান। তবে সুযোগ শেষ হয়ে যায়নি টানা দুই ম্যাচ হেরে যাওয়ার পরও। কিন্তু সেই সুযোগ পেতে হলে নানা হিসেব-নিকেশ মিলাতে হবে। কাল দুবাইয়ে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে হট ফেভারিট দক্ষিণ আফ্রিকা নারী দলকে বড় ব্যবধানে হারালেই সুযোগ উন্মুক্ত হবে। এরপর অপেক্ষা্ করতে হবে যেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে যায়। জটিল মারপ্যাঁচ আরো আছে সেমিতে যেতে। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বাংলাদেশের মেয়েরা নামবে রাত ৮টায়। 

এবার নারী টি২০ বিশ্বকাপের ‘বি’ গুপ হয়ে উঠেছে গ্রুপ অব ডেথ। সেই মরণফাঁদে আটকে এখন পর্যন্ত কোনো দল নিশ্চিত করতে পারেনি সেমিফাইনালে যাওয়া। ৩ ম্যাচ করে খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ ও দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা। আর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ইংল্যান্ড। উইন্ডিজ +১.৭০৮, দ. আফ্রিকা +১.৫২৭ ও ইংল্যান্ড +০.৬৫৩ নেট রানরেট নিয়ে বেশ ভালো অবস্থানে আছে। 

৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েদের নেট রানরেট -০.৬৫৩। আর এটাই এখন বাংলাদেশকে বেকায়দায় রেখেছে অনেকখানি। দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাল বড় ব্যবধানে হারিয়ে তাদের রানরেট টপকাতে পারলে সুযোগটা তৈরি হবে। তখন ইংল্যান্ড বড় ব্যবধানে ওয়েস্টইন্ডিজকে শেষ গ্রুপ ম্যাচে ১৫ অক্টোবর হারিয়ে দিলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ থাকবে। তখন সেমিতে ওঠার ক্ষেত্রে যেকোনো একটি দলের পয়েন্ট হবে ৬ (ইংল্যান্ড) কিংবা ৮। বাকি ৩ দলের পয়েন্ট সমান ৪ হয়ে যাবে এবং নেট রানরেটে এগিয়ে থাকা দলই যাবে সেমিতে। সেজন্যই বাংলাদেশের সমীকরণে থাকা দুই ম্যাচেই হারজিতের ব্যবধান হতে হবে অনেক বড়।

এতিকছু পর্যালোচনা করে এটাই স্পষ্ট যে জ্যোতিদের আসলে বিদায় নিশ্চিত হয়ে গেছে। কারণ রানরেটের পার্থক্যটা এতোই বিশাল যে তা ছাড়িয়ে যাওয়া অসম্ভবই। তবে ক্ষীণ আশাটাকে বাঁচিয়ে রাখতে হলে কাল (শনিবার) জেতার মাধ্যমে। হেরে গেলে কিংবা কম ব্যবধানে জিতে নেট রানরেট দক্ষিণ আফ্রিকার চেয়ে কেম থাকলেই বিদায় ঘটবে জ্যোতিদের।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০-তে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী দল মুখোমুখি হয়েছে ১৪ বার। এর মধ্যে একটি পরিত্যক্ত হয়েছে, দুটিতে জিতেছে বাংলাদেশের মেয়েরা। বাকি ১১ বারই জয় পেয়েছে প্রোটিয়া মেয়েরা। গত আসরের রানার্সআপ এবং চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকার নারীদের বিপক্ষে খুবই দুরুহ হবে বাংলাদেশের মেয়েদের জন্য। 

পরিসংখ্যান থেকে এগিয়ে থাকলেও গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ৩ ম্যাচের টি২০ সিরিজ ১-১ সমতায় শেষ করে দেশে ফিরেছেন জ্যোতিরা। এবার বিশ্বকাপ মঞ্চে দুবাইয়ে হওয়া সাক্ষাতে জিততে কি পারবে বাংলাদেশের মেয়েরা?

মামুন/ রিয়াদ

×