হ্যান্ডবল স্টেডিয়াম মুখরিত হয়েছিল ৬০০ শিশু শিল্পীর অংকন-নৈপুণ্যে
বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার (বিসিএফসি), বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি), ঢাকাস্থ চীনা দূতাবাস ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে ২৩তম ‘হ্যালো চায়না-বাংলাদেশ চিলড্রেন আর্ট কম্পিটিশন ২০২৪’ আজ শুক্রবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চার গ্রুপে প্রায় ছয় শতাধিক শিশু শিল্পী অংশগ্রহণ করেছে।
বিসিএফসি সিনিয়র সহসভাপতি এম.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লি শাও পেং (সাংস্কৃতিক সচিব, ঢাকাস্থ চীনা দূতাবাস)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিএফসির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসপিএ সভপতি রেজওয়ান উজ জামান রাজীব এবং সিএমজি ঢাকার বার্তা সম্পদক শান্তা মারিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন লি শাও পেং (সাংস্কৃতিক সচিব, ঢাকাস্থ চীনা দূতাবাস)
বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল মতিন তালুকদার।
আগামী ১ নভেম্বর, বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে (৬২, পুরানা পল্টন, ঢাকা) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
রুমেল খান/ রিয়াদ