ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

লজ্জার হারে বেসামাল পাকিস্তান অধিনায়ক!

প্রকাশিত: ১৭:২৫, ১১ অক্টোবর ২০২৪

লজ্জার হারে বেসামাল পাকিস্তান অধিনায়ক!

শান মাসুদ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে উঠতে পাকিস্তান ছিল মরিয়া। মুলতানে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান তুলে নিশ্চই স্বস্তির ঢেকুর তুলছিলেন অধিনায়ক শান মাসুদ। শেষ পর্যন্ত সেটি বিষাদের রুপ নিয়েছে! হ্যারি ব্রুকের ট্রিপল আর জো রুটের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ৮২৩ রান ইনিংস ঘোষনা করে উল্টো ২৬৭ রানে  এগিয়ে যায় ইংল্যান্ড। সেই রান শোধ করে লিড নেয়া দুরের কথা দ্বিতীয় ইনিংসে ২২০ রানে অলআউট হয়ে ইনিংস ও ৪৭ রানে হার মেনেছে পাকিস্তান। 

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল এক ইনিংসে ৫০০ রান তুলেও ইনিংস ব্যবধানে হেরে গেল। এশিয়ায় মাত্র দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল ইংলিশরা। সবশেষ ১৯৭৬ সালে দিল্লিতে ভারতকে হারিয়েছিল তারা ইনিংস ও ২৫ রানে।

৫৫৬ ও ৮২৩ রানের সেই একই উইকেটে দ্বিতীয় ইনিংসে এত অল্পতে গুটিয়ে যাওয়া কেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব। লজ্জায় বেসামাল অধিনায়ক যেন ভাষা হারিয়ে ফেলেছেন, দায় চাপিয়েছেন বোলারদের ওপর,‘আমরা তৃতীয় বা চতুর্থ ইনিংসের ব্যাপারে কথা বলছি। কিন্তু দিনশেষে এটি দলীয় খেলা। দল হিসেবে সবকিছুরই নিজস্ব সুবিধা ও প্রতিক্রিয়া আছে। আপনি ৫৫০ রান করবেন, তখন এর বিপরীতে ১০ উইকেট নিতে হবে। এই জিনিসটাই আমরা করতে পারিনি। আমরা যদি ১০ উইকেট নিতে  পারতাম ও ইংল্যান্ডকে আমাদের রানের আশপাশে রাখতে পারতাম, তাহলে পঞ্চম দিনে এই ২২০ রান চ্যালেঞ্জিং হতে পারত। দল হিসেবে আমাদের এটি বের করতে হবে যে  কীভাবে প্রথম ইনিংসে ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখে ম্যাচের গতিপ্রকৃতি ঠিক করা যায়। এই জায়গায় আমরা ধুঁকছি।’

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার গল্প নতুন কিছু নয়। সবশেষ সাত টেস্টে একবারও দ্বিতীয় ইনিংসে আড়াইশ রান করতে পারেনি তারা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজেই প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করা দল, দ্বিতীয়বার গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। পরে ম্যাচও হেরে যায় ১০ 
উইকেটে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা করে ১৭২ রান। বাংলাদেশ জেতে ৬ উইকেটে। দ্বিতীয় ইনিংসের হতশ্রী ব্যাটিংয়ের কথা স্বীকার করলেও ঘুরে-ফিরে বোলারদের কাঁধেই দায় চাপাতে চাইলেন পাকিস্তান অধিনায়ক, ‘আমরা ভালো অবস্থানে যাচ্ছি। আপনি আপনার ব্যাটিং দলকে প্রথম ইনিংসে ভালো স্কোর দাঁড় করাতে বলতে পারেন। এরপর আমাদেরই দায়িত্ব ম্যাচটা গুছিয়ে নেওয়া, যেন ভালোভাবে শেষ করতে পারি। লিড যেমনই হোক, তৃতীয় ইনিংসে ২২০ রানও ভালো স্কোর হতে পারে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,‘আমরা ইংল্যান্ডের থেকেও এটি শিখতে পারি। তারা ২০ উইকেট নেওয়ার পথ বের করে নিয়েছে। ২০ উইকেট নেওয়া ছাড়া আপনি টেস্ট জিততে পারবেন না। হ্যাঁ, দল হিসেবে আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। কিন্তু আপনাকে ২০ উইকেট নেওয়া শিখতে হবে। সামনের দিকে এটিই আমাদের চ্যালেঞ্জ হবে।’

একই ভেন্যুতে ১৫ অক্টোবর শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

মিরাজ/রিয়াদ

×