ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

৮ উইকেটের হারে সেমির স্বপ্ন ম্লান জ্যোতিদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:০০, ১০ অক্টোবর ২০২৪

৮ উইকেটের হারে সেমির স্বপ্ন ম্লান জ্যোতিদের

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

নারী টি২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শারজায় আজ রাতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে ১২.৫ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ান মেয়েরা।

এই জয়ের ফলে সেমিফাইনালের রেসে ভালোভাবেই টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।

বড় এই হারে বাংলাদেশের সেমির স্বপ্ন প্রায় শেষ। ক্ষীণ যে সুযোগ রয়েছে তার জন্য অনেক হিসেব-নিকেশ মিলতে হবে।

বৃহস্পতিবার রাতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশের মেয়েরা। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৫৮ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয়। 

এরপরে ব্যাটারদের ব্যর্থতায় পরবর্তী ১০ ওভারে আরো ৬ উইকেট খুইয়ে মাত্র ৪৫ রান যোগ করতে পারে বাংলাদেশ। 

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৪ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৯ রান করেন। প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০-তে ২ হাজার রানের মাইলফলকও পেরিয়ে যাব তিনি। 

২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ নারী দল। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিশমা রামহ্যার‍্যাক ১৭ রানে নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে পাওয়ার প্লে'র ৬ ওভারেই বিনা উইকেটে ৪৮ রান তুলে জয়ের ভিত পেয়ে যায় উইন্ডিজ মেয়েরা। পরে অধিনায়ক হাইলি ম্যাথুস ২২ বলে ৬ চারে ৩৪ রানে বিদায় নিলে ৫২ রানের ওপেনিং জুটি ভাঙ্গে।

কিন্তু স্টেফানি টেইলর ২৯ বলে ৩ চারে ২৭, শিমেইন ক্যাম্পবেল ১৬ বলে ২ চারে ২১ ও দিয়ান্দ্রা দোত্তিন ৭ বলে ১ চার, ২ ছক্কায় অপরাজিত ১৯ রান করলে ৪৩ বল আগেও জয়ের বন্দরে পোঁছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

নাহিদা আক্তার ও মারুফা আক্তার ১টি করে উইকেট নেন। শনিবার "বি" গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুবাইয়ে মুখোমুখি হবেন জ্যোতিরা।

মামুন

×