ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি

তাবিথ কিনলেও এখনও কেনেননি তরফদার!

প্রকাশিত: ২১:৩০, ১০ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:৩১, ১০ অক্টোবর ২০২৪

তাবিথ কিনলেও এখনও কেনেননি তরফদার!

বাফুফে নির্বাচনের মনোনয়ন

যে কোন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য প্রথম দুটি প্রক্রিয়া হচ্ছে তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র বিক্রি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন উপলক্ষে প্রথম প্রক্রিয়া শেষ, এখন চলছে দ্বিতীয় প্রক্রিয়া। বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশন। 

সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সভাপতি পদ নিয়ে। কিন্তু প্রথমদিন সবার প্রত্যাশা অনুযায়ী এই পদে কেউই ফরম কেনেননি। তবে দ্বিতীয় দিন, অর্থাৎ বৃহস্পতিবার প্রত্যাশিত এক প্রার্থী এই পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন। তিনি তাবিথ আউয়াল।

তবে বৃহস্পতিবার তাবিথ সশরীরে মনোনয়নপত্র কেনেননি। তার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। 

তবে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এখনও ফরম কেনেননি ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন। 
 

রুমেল খান/ এসআর

×