ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

টি-টোয়েন্টিতে জ্যোতির গৌরবময় মাইলফলক

প্রকাশিত: ২১:২২, ১০ অক্টোবর ২০২৪

টি-টোয়েন্টিতে জ্যোতির গৌরবময় মাইলফলক

আন্তর্জাতিক টি২০-তে ২ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন জ্যোতি

আন্তর্জাতিক টি২০-তে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান পূর্ণ করেছেন নিগার সুলতানা জ্যোতি। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান নারী টি২০ বিশ্বকাপের ম্যাচে এই গৌরবময় মাইলফলক অর্জন করেন বাংলাদেশের অধিনায়ক। 

ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে ব্যাট হাতে নামার আগে ১০১ আন্তর্জাতিক টি২০ ম্যাচে ১৯৭৭ রান ছিল নিগার সুলতানা জ্যোতির। দেশের পক্ষে সর্বাধিক ম্যাচ খেলা জ্যোতি অবশেষে আজ প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফল পেরিয়ে গেলেন ক্যারিয়ারের ১০২তম ম্যাচ খেলতে নেমে।

বিশ্বের ২৫তম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন জ্যোতি। নিউজিল্যান্ডের সুজি বেটস ১৬৭টি আন্তর্জাতিক টি২০ খেলে সর্বাধিক ৪ হাজার ৪৮১ রান করেছেন। আরো ৭ নারী ব্যাটারের আছে আন্তর্জাতিক টি২০-তে ৩ হাজার রানের বেশি।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থানে আছেন ফারজানা হক পিঙ্কি। তিনি ৮৪টি আন্তর্জাতিক টি২০ খেলে করেছেন ১২৫৩ রান।

মামুন/রিয়াদ

×