ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সাফের প্রস্তুতি শুরু সাবিনাদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩২, ১০ অক্টোবর ২০২৪

সাফের প্রস্তুতি শুরু সাবিনাদের

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের অনুশীলন

আগামী ১৭ অক্টোবর থেকে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাংলার বাঘিনীদের। সেটা সাফ নারী চ্যাম্পিয়নশিপের। সেই লক্ষ্যে মাসখানেক ধরে সাতসকালে রাজধানীর কিংস অ্যারেনা কমপ্লেক্সে মনিকা-মারিয়া-সাগরিকা-কৃষ্ণাদের জোরদার অনুশীলন চলছে। আর সেটার তত্ত্বাবধানে আছেন ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার। ২০২২ সালে নেপালে অনুষ্ঠিত সর্বশেষ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো সাফল্য কুড়িয়ে দেশে ফিরেছিলেন গোলাম রব্বানী ছোটনরা। এবার তাদের সামনে শিরোপা অক্ষুণœ রাখার পরীক্ষা। 
সাফে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে। 
বুধবার অনুশীলন শেষে ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন, ‘আমাদের কাজটা ঠিকমতো করতে হবে আসল সময়ে। দেখা যাক কী হয়। যে কোনো টুর্নামেন্টই চ্যালেঞ্জিং। গত সাফে গতবার দুজন প্লেয়ার ছিল না। এবার তাদের সেট-আপ করা হচ্ছে। সবমিলিয়ে নতুন কোচ, তিনি ডিফেন্ডিং পছন্দ করেন না। তিনি চান আমরা অ্যাটাকিং খেলি। খুব ভালো ট্রেনিং হচ্ছে।’ 
ফরোয়ার্ড সানজিদা আক্তার বলেন, ‘আমরা ও রকম প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। অন্যদের সঙ্গে খেললে নিজেদের ভুলত্রুটি বুঝতে পারতাম। সেটা অনেক ভালো হতো। তারপরও চেষ্টা করব ভালো করার। আমাদের দলের অনেকেরই ভারতের লিগে খেলার অভিজ্ঞতা আছে। ভারতের বিপক্ষে সেটা কাজে লাগাতে চেষ্টা করব। সবমিলিয়ে আমাদের বন্ডিংটা বেশ ভালো।’    
কোচ বাটলারের কথা, ‘বাংলাদেশ দুই বছর আগে সাফ জিতেছিল। এটা অতীত। অতীত নিয়ে ভাবতে চাই না। বর্তমানে বাস করি, ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে কাজ করি।’ প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তিত নন বাটলার। যদিও এবার গ্রুপ পর্বেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাটলারের কথা, ‘আসলে প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি জানা সম্ভব নয়। জানি না, কেমন দল হবে।’

×