প্রথমবার চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া
লক্ষ্য মাত্র ১৩৯ রানের। সেই রান তাড়ায় নেমে প্রথম ১৫ ওভারে প্রতিপক্ষ দল ৭৩ রান। শেষ ৫ ওভারে তাই প্রয়োজন গিয়ে দাঁড়ায় ৬৬ রানের। টি-টোয়েন্টিতে যা মোটেই দুঃস্বাধ্য নয়, তবে বোলিংয়ে থাকা দল যদি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর শুরুর পরিসংখ্যানে ব্যাটিং দলের অবস্থান যদি থাকে এটা তাহলে সেটা কঠিনই।
কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে সেন্ট লুসিয়া কিংস। অ্যারন জোন্স ও রোস্টন চেজের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ৬৬ রান তুলেছে সেন্ট লুসিয়া। তাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ১১ বল হাতে রেখেই প্রথমবারের মতো সিপিএল শিরোপা জিতেছে তারা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে টসে হেরে ব্যাট আগে ব্যাট করা গায়ানা তুলেছিল ৮ উইকেটে ১৩৮। ৯ নম্বরে নেমে গায়ানার হয়ে সর্বোচ্চ ১২ বলে ২৫ রান করেন ডোয়াইন প্রিটোরিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন শাই হোপ। সেন্ট লুসিয়া কিংসের হয়ে ১৯ রান খরচায় তিন উইকেট নেন নূর আহমেদ।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সেন্ট লুসিয়া কিংসের। ১০ ওভারে ৫১ রান তোলে ফিরে যান ফাফ ডু প্লেসি, জনসন চার্লস, আকিম অগাস্টে এবং টিম সাইফার্ট। সেখান থেকে দলকে টেনে তোলেন রোস্টন চেজ ও অ্যারন জোন্স। দুজন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ছয় নম্বরে নেমে অপরাজিত ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৩১ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
এদিকে ২২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন রোস্টন চেজ। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন ডু প্লেসি ২১ বলে ২১ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা হাঁকান। গায়ানার হয়ে ১টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, মইন আলি ও ডোয়েন প্রিটোরিয়াস। ম্যান অব দ্যা ম্যাচ হন রোস্টন চেজ।
আর ১২ ইনিংসে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হন সেন্ট লুসিয়ার আফগান স্পিনার নুর আহমেদ।
মিরাজ// টুম্পা