ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ন্যাশনাল ক্রিকেট লিগ

সাকিবের অলরাউন্ড ঝলকের পরও হার লস অ্যাঞ্জেলসের

প্রকাশিত: ১২:৪২, ৭ অক্টোবর ২০২৪; আপডেট: ১৩:০০, ৭ অক্টোবর ২০২৪

সাকিবের অলরাউন্ড ঝলকের পরও হার লস অ্যাঞ্জেলসের

যুক্তরাষ্ট্রের লিগে সাকিব

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে একেবারেই বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। কিন্তু দ্বিতীয় ম্যাচে  ছন্দ খুঁজে পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে দলকে জেতাতে পারেননি!

টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ১৯ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে চার উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলস ওয়েভস। টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এই ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে তিন উইকেটে ১২৬ রান করে লস অ্যাঞ্জেলস।

দ্রুত চার উইকেট হারালেও চতুর্থ উইকেটে ২৯ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাকিব ও টিম ডেভিড। মূলত ডেভিডের কারণেই এই জুটিতে শক্ত ভিত পায় দলটি। অস্ট্রেলিয়ান হার্ডহিটার করেন ২০ বলে ৫১ রান।

যেখানে একটি চারের সঙ্গে সাতটি ছক্কা হাঁকান তিনি। সাকিব করেন তিনটি চার ও একটি ছক্কায় ১১ বলে ২০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৫ ওভারে সাত বল ও চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টেক্সাস।

একটি চার ও পাঁচটি ছক্কায় ১০ বলে ৩৯ রানের সাধারণ একটি ইনিংস খেলেন জেমস ফুলার। ডেভিড মালান করেন ১৬ বলে ৩৮ রান। এ ছাড়া নিক কেলির ব্যাটে আসে ১০ বলে ২৬ রান।

লস অ্যাঞ্জেলসের হয়ে তিন ওভার বোলিং করে ৩৭ রান খরচায় দুই উইকেট নেন সাকিব। নিক কেলির উইকেটটি ছাড়াও টাইগার অলরাউন্ডার সাজঘরে ফেরান ইংলিশ মারকুটে ব্যাটার ডেভিড মালানকে।

মিরাজ// টুম্পা

×