জয়ের আনন্দে জেসমিনকে বুকে টেনে নেন ইরানি (ডানে)
চায়না ওপেনের ডাবলসে দাপট অব্যাহত রাখলেন সারা ইরানি এবং জেসমিন পাওলিনির জুটি। শনিবার সেমিফাইনালেও রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছেন তারা। শেষ চারের কঠিন লড়াইয়ে ইতালিয়ান দুই তারকা ৬-৩, ১-৬ এবং ১০-৪ ব্যবধানে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিথানি মাত্তেক স্যান্ডস-সোফিয়া কেনিন জুটিকে। ফাইনালের টিকিট কেটে দারুণ রোমাঞ্চিত দুই ইতালিয়ান তারকা।
সেমির বাধা অতিক্রম করার পর জেসমিন পাওলিনি বলেন, ‘সারাকে সঙ্গে নিয়ে কঠিন লড়াইয়ের পর ফাইনালে জায়গা করে নিতে পেরে আমরা দারুণ খুশি। সেজন্য সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ জানাই।’ এদিকে মেয়েদের এককে চায়না ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন কোকো গফ। আমেরিকান তারকা শেষ চারের লড়াইয়ে ৪-৬, ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেন পাওলা বাদোসাকে। গত বছর সেমিফাইনালে ইগা সুইয়াটেকের কাছে হেরেছিলেন ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন। এবার অবশ্য কোনো ধরনের ভুল করেননি গফ।