ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

বাংলাদেশের মেয়েদের সামনে আজ ইংল্যান্ড

​​​​​​​স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:১৭, ৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশের মেয়েদের সামনে আজ ইংল্যান্ড

.

নারী টি২০ বিশ্বকাপে শুভ সূচনা করেছে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দল। দীর্ঘ ৪টি আসর পর আবার একটি জয়ের দেখা পেয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ১৬ রানে হারিয়ে। এবার মাত্র একদিন বিরতি দিয়েই বড় পরীক্ষায় বাংলাদেশের মেয়েরা।

আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ইংল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ২০০৯ সালের প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড এবং আরো বার খেলেছে ফাইনাল। তাই খুব একটা সহজ হবে না বাংলাদেশের মেয়েদের জন্য তাদের বিপক্ষে সফল হওয়া। আজই প্রথম মাঠে নামছে ইংলিশ মেয়েরা। টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। বেশ লড়াই করেই মাত্র ১৬ রানের জয় তুলে নেয়।

এটি ছিল ২০১৪ সালের পর আবার বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়। সেবার ঘরের মাটিতে আয়োজক হিসেবে খেলে জয় পায় শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ২০১৬, ২০১৮, ২০২০ ২০২৩ সালের আসরে কোনো জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। সেই খরা কাটানোর পর এখন উজ্জীবিত নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে অধিনায়ক জ্যোতি প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি২০ খেলেছেন। আর সহঅধিনায়ক নাহিদা আক্তার প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের গৌরব অর্জন করেছেন। সবমিলিয়ে বেশ ভালোভাবেই বিশ্বকাপ শুরু করেছে এবার বাংলাদেশ। তবে একদিন বিরতি দিয়েই আবার তারা নামছেন মাঠে। শারজাতেই এবার নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড নারী দল। শুক্রবার অবশ্য দলগত অনুশীলন ছিল না বাংলাদেশের মেয়েদের। ঐচ্ছিক অনুশীলন করেছেন প্রথম ম্যাচ না খেলা জাহানারা আলম, দিশা বিশ্বাস, দিলারা আক্তার, সুলতানা খাতুনরা। এছাড়া প্রথম ম্যাচে খেলা তাজ নেহার মুরশিদা খাতুন অনুশীলন করেন।

ইংল্যান্ড নারী দলের বিপক্ষে মাত্র বার টি২০ ফরম্যাটে মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিবারই তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। তিনটি লড়াই- হয়েছে টি২০ বিশ্বকাপ মঞ্চে। ২০১৪ সালের আসরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশের মেয়েরা। ২০১৬ সালের বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে ৩৬ রানে হারে। আর সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে উইকেটে জয় পায় ইংলিশ মেয়েরা।

অর্থাৎ এবার দুই দলের মধ্যে দেখা হচ্ছে বছর পর। গত দুই বিশ্বকাপে ভিন্ন গ্রুপে খেলার কারণে দুই দলের মধ্যে ম্যাচ হয়নি। ইংল্যান্ড চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। তারা অন্যতম ফেবারিট হিসেবেই এসেছে এবারের বিশ্বকাপে। ২০০৯ সালে নারী টি২০ বিশ্বকাপের প্রথম আসর ইংল্যান্ডেই অনুষ্ঠিত হয়। সেবার স্বাগতিক ইংলিশ মেয়েরা চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১২, ২০১৪ ২০১৮ সালের বিশ্বকাপে ফাইনাল খেললেও প্রতিবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছে। গত  দুই আসরে ফাইনাল পর্যন্ত যেতে পারেনি তারা। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। ২০২০ সালের আসরে ভারতের কাছে এবং ২০২৩ সালের সর্বশেষ আসরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তারা। এবার জয় দিয়ে শুরু করতে মরিয়া ইংলিশ মেয়েরা।

×