ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সালাউদ্দিনের শেষ হয়েও হলো না শেষ!

প্রকাশিত: ২০:৫৪, ৪ অক্টোবর ২০২৪

সালাউদ্দিনের শেষ হয়েও হলো না শেষ!

কাজী মো. সালাউদ্দিন

আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। এরপর কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি আর থাকছে না। জাতীয় দলের কোচ জাভিয়ের ক্যাবরেরার চুক্তি আগামী ডিসেম্বর পর্যন্ত।এরপর তাঁকে রাখা না-রাখার সিদ্ধান্ত নতুন কমিটি নেবে।

নিজের মেয়াদের শেষ ধাপে এসে কোচ সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিচ্ছেন না বাফুফে সভাপতি সালাউদ্দিন। বৃহস্পতিবারের সভাটি সভাপতি হিসেবে তার শেষ হওয়ার কথা ছিল। তবে আগামী বছরের বাজেট অনুমোদনের বিষয়টি ঝুলে যাওয়ায় নির্বাচনের আগে নির্বাহী কমিটির আরেকটি সভা হবে বাফুফের।

এদিকে ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগে কাবরেরার আর একবার জাতীয় দল নিয়ে মাঠে নামার সুযোগ আছে, সেটা নভেম্বরের ফিফা উইন্ডোতে।
 

রুমেল খান

×