ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে নক্ষত্র পতনের রাত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ৪ অক্টোবর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে নক্ষত্র পতনের রাত

চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারানোর উল্লাস ফরাসি ক্লাব লিলির ফুটবলারদের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের এক রাত পার করল ভক্ত-সমর্থকরা। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছে লিলি। নিজেদের মাঠে এদিন ফরাসি ক্লাবটি ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। আরেক ম্যাচে বেনফিকা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়ালেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও ১-০ গোলে বায়ার্ন মিউনিখকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে।

তবে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল এবং জুভেন্টাস। অ্যালিস্টার-সালাহর সৌজন্যে লিভারপুল ২-০ গোলে বোলোগনাকে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ৩-২ ব্যবধানে আরবি লিপজিগকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও দুর্দান্ত শুরু করেছিল কার্লো আনচেলত্তির দল। নিজেদের প্রথম ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে ৩-১ জিতে ২০২৪-২৫ মৌসুমের সূচনা করেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে বুধবার দ্বিতীয় ম্যাচে সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েই চমকে দিয়েছে লিলি। নিজেদের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন জনাথন ডেভিড। আর তাতেই ২০২৩ সালের মে মাসের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়?

সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ৩৬ ম্যাচ পর প্রথম হারল কার্লো আনচেলিত্তর দল। সর্বশেষ গত জানুয়ারিতে কোপা ডেলরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। চোট কাটিয়ে এদিন বদলি হিসেবে এমবাপে মাঠে নেমেছিলেন। খেলেছেন ভিনিসিয়াস, বেলিহ্যংাম, এনড্রিকও। তথাপি প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে ফিরতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
আসলে এদিন স্বাগতিক দলগুলোই দাপট দেখিয়েছে। ঘরের মাঠে অ্যাস্টন ভিলা, বেনফিকা এবং লিভারপুলও জয়োচ্ছ্বাসে ভাসিয়েছে নিজেদের সমর্থকদের। নিজেদের মাঠে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার জয়ের নায়ক জন ডুরান। ৭৯ মিনিটে তার করা একমাত্র গোলেই অ্যাস্টন ভিলা হারায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। অ্যাটলেটিকোর বিপক্ষে বেনফিকার হয়ে গোল চারটি করেন অ্যাকটুর্কোগলো, ডি মারিয়া, বাহ এবং কোচু।
অ্যানফিল্ডে লিভারপুলের ২-০ গোলের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ সালাহ। ইতালিয়ান ক্লাব বোলোগনার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে এই মিসরীয় ফরোয়ার্ডের অ্যাসিস্ট থেকেই গোল করে স্বাগতিক সমর্থকদের প্রথম উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে নিজেই গোল করে ২-০ ব্যবধানের অনায়াস জয় নিশ্চিত করেন সালাহ।

×