ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আসিফের আইসিসি ক্রিকেট একাডেমি পরিদর্শন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৫, ৪ অক্টোবর ২০২৪

আসিফের আইসিসি ক্রিকেট একাডেমি পরিদর্শন

রিতু মনির হাতে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আয়োজক বাংলাদেশ থেকে এবার নারী টি২০ বিশ^কাপ গেছে আরব আমিরাতে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় রেখেই মর্যাদার এই আসর আয়োজন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশ্য জানিয়েছিলেন, দেশেই বিশ^কাপ আয়োজনের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। কিন্তু তা হয়নি বেশ কয়েকটি অংশগ্রহণকারী দেশের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায়।

তাই আরব আমিরাতে বিশ^কাপ শুরুর আগেই এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে বিশ^কাপ প্রস্তুতিসহ সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে আসিফ মাহমুদ। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমূল আবেদিন ফাহিমসহ বেশ কয়েকজন কর্মকর্তা। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি ঘুরে দেখেন তারা। সেখানে দুটি আন্তর্জাতিক মানের মাঠ আছে। পরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করেন তারা।

×