ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সালাউদ্দিনের শেষ সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো ...

প্রকাশিত: ১৯:৪৫, ৩ অক্টোবর ২০২৪

সালাউদ্দিনের শেষ সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো ...

সালাউদ্দিনের বিদায়ী সভায় নির্বাচন কমিশন ও আপিল কমিশন গঠন করা হয়

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে। এই সভায় মূলত বাফুফের আসন্ন নির্বাচন নিয়েই আলোচনা হয়। নির্বাচনের আগে বাফুফের আর কোন নির্বাহী সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। সেই অর্থে আজই বাফুফে সভাপতি হিসেবে কাজী মো. সালাউদ্দিনের শেষ নির্বাহী সভায় সভাপতিত্ব করলেন।

সভায় বাফুফে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। যারা আসতে পারেননি, তারা ভিডিওকলের মাধ্যমে সভা করেন।

বাফুফে কার্যনির্বাহী কমিটি'র জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ১. এএফসি স্টেডিয়াম প্রজেক্টের আওতায় বাফুফে ভবনের নতুন মিডিয়া সেন্টার নির্মাণ এবং বাফুফে ভবন সংস্কার করার সিদ্ধান্ত, ২. বাফুফে নির্বাচন উপলক্ষে ১৩৩ জনের ভোটার ডেলিগেট এবং ৯ জনের নন-ভোটার ডেলিগেটের তালিকা চূড়ান্তকরণ, ৩. বাফুফে নির্বাচন সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে 'নর্বাচন কমিশন গঠন (মেজবাহ উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, সুরাইয়া আক্তার জাহান ও একেএম এহসানুর রহমান নির্বাচন কমিশনার) এবং ৪. বাফুফে নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী আপীল কমিশন গঠন (ড. মো. জাকারিয়া চেয়ারম্যান, এসএম হারুনুর রশিদ ও মিহির সারওয়ার মোর্শেদ সদস্য)।  

 

রুমেল খান

×