বাংলাদেশ জাতীয় রাগবি দল
এশিয়া রাগবির আমন্ত্রনে এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফি (৪-৫ অক্টোবর) খেলতে (ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম) বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দলের ১০ খেলোয়াড়, ১ কোচ, ১ ম্যানেজার এবং ১ ফিজিওসহ মোট ১৩ সদস্যবিশিষ্ট দল আজ বৃহস্পতিবার সকালে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করেছে বিমানযোগে।
দলের খেলোয়াড়রা হলেন : জুয়েল রানা (অধিনায়ক), উবায়দুর রহমান (সহঅধিনায়ক), মো. হাসিব, মো. তানিউর, সোহেল আহমেদ, পরিতোষ চাকমা, টিপু রঞ্জন দাশ, আনোয়ারোজ্জামান, সাদ্দাম হোসেন ও সোহেল রানা। দলের কোচ আব্দুল কাদের। ম্যানেজার রাইসাদ রেজা রাতুল। ফিজিও দেলোয়ার হোসেন চৌধুরী।
রুমেল খান