ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে চমকে দিল লিলি

প্রকাশিত: ১১:৪০, ৩ অক্টোবর ২০২৪

বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে চমকে দিল লিলি

গোলের পর জনাথন ডেভিডের বুনো উল্লাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েই চমকে দিয়েছে লিলি। বুধবার ফরাসি ক্লাব লিলি ১-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

নিজেদের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন লিলির জনাথন ডেভিড। আর তাতেই ২০২৩ সালের মে মাসের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়? সব ধরণের প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে ৩৬ ম্যাচ পর প্রথম হারলো কার্লো আনচেলিত্তর দল। সর্বশেষ গত জানুয়ারীতে কোপা ডেলরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা।

লিলির মতো এদিন চমকে দিয়েছে অ্যাস্টন ভিলা এবং বেনফিকাও। নিজেদের মাঠে ইংলিশ ক্লাব বেনফিকা ১-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে, বেনফিকা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকোকে।
 
তবে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে ইংলিশ ক্লাব লিভারপুল এবং ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। লিভারপুল ঘরের মাঠে ২-০ গোলে বোলগনাকে অন্যদিকে জুভেন্টাস প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েছে আরবি লিপজিগকে।  
এর আগে আটালান্টা ৩-০ গোলে পরাজিত করেছে শাখতার দোনেৎস্ককে। এছাড়া, দুটি আত্মঘাতী গোলের সৌজন্যে ফেইনুর্ড ৩-২ ব্যবধানে হারিয়েছে জিরোনাকে। 
 

 এসআর

×